শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ছাড়াও সাড়া বিশ্বে শতাধিক মন্ত্রী করোনা কোভিডে আক্রান্ত হয়েছেন, এরমধ্যে কয়েকজন মারাও গেছেন

বিশ্বজিৎ দত্ত : [২] যুক্তরাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন, প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংক।

[৩] আফ্রিকার দেশ বুরকানিয়া ফাসোতে, আক্রান্ত হয়েছেন, পরলাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারি, খনিজ সম্পদ মন্ত্রী ওমরো ইভান, শিক্ষা, স্টেনিসলাস কোয়ারো, পূর্তমন্ত্রী সিমন মাওয়া ডোগা।

[৪] যুক্তরাষ্ট্রের আক্রান্ত হয়েছেন, সিনেটর রেন্ড পল, রিপাবলিকান, সদস্য মারিও ডিয়াজ ব্যালারট, নিউ ইয়র্ক এ্যসেম্বলির ২ মেম্বার, হেলেন উইনস্টনি, চার্লস ব্যারণ, সিনেটর এ্যান্ডন বিচ, মায়ামির মেয়র, ফ্রান্সি সুরেজ।

[৫] ইউক্রেন পার্রামেন্ট সদস্য শেকভ ও জাতিসংঘের বিশ্বখাদ্য সংস্থার পরিচালক ডেভিট বিসলে, মনাকোর প্রিন্স আলবার্ট, ইসরাইলের জার্মানির এ্যাম্বেসাডর, প্রেডরিক হার্জ, নরওয়ের শ্রমমন্তী টরজোরন, নাইজেরিয়ার, প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আব্বা কায়েরি, পিলিপাইনের সিনেট মেম্বার জুয়ান মিগুয়েল, পোলান্ডের সেনা প্রধান, জারমেসোরো মিকা, পরিবেশ বিষয়ক মন্ত্রী মাইকেল ওস, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি জার্জি, ইএরাপিয় ইউনিয়নের ব্রেক্সিট নোগোশিয়েটর, মাইকেল বারনিয়ার।

[৬] ইরানে ২জন কমান্ডার কেরােনায় মারা গেছেন। এর বাইরে স্পিকার, আলী লারজানি, ভাইস প্রেসিডেন্ট আসাক জাহাঙ্গীসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারাগেছেন, নাসের সাবানি, আয়াতুল্লা হাসেম বাদাই।

[৭] ইতালি স্পেন ও ফ্রান্সে রাজনৈতিক নেতাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, ইতালির ডেমোক্রেটিক পার্টির প্রধান, নিকোলো জিংগার্টি, লুমবার্ডি রিজিউনের প্রেসিডেন্ট রবার্টো স্টেলা, সিনি শহরের মেয়র জর্জিও ভ্যালুটি।ফ্রান্সে সংস্কৃতি মন্ত্রী, ফ্রাঙ্ক রিয়েসটার, পরিবেশ মন্ত্রী, বুরনি পরিয়রসন, স্পেনে আক্রান্ত হয়েছেন, সমতা মন্ত্রী, আইরিন মন্টেরো, প্রধানমন্ত্রীর স্ত্রী, বেগোনা গোমেজ, ক্যাটেলোনিয়ার নেতা প্রিট এরাগানস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়