শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় শিশুদের জন্য শুভদিকও দেখছেন মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক বললেন ওদেরকে ওদের মতো থাকতে দিন

মাহমুদুল আলম: [২] বর্তমান করোনা পরিস্থিতিতে শিশুদের কথায় কথায় ‘এটা করো না, ওটা করো না’ বলা যাবে না বলে সতর্ক করেছেন মনোচিকিৎসক অধ্যাপক সরোজ কুমার দাশ। আর চলমান এই ছুটিতে শিশুরা দীর্ঘ সময় মা-বাবাসহ পরিবারের সঙ্গে থাকার সুযোগ পাওয়ায় বিষয়টিকে শুভদিক হিসেবে দেখছেন মনোবিজ্ঞানী নাজমুন নাহার সনি। রোববার এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাদের।

[৩] জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই মনোবিজ্ঞানী বলেন, ‘মা-বাবা শিশুদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে। এটা সবসময় বলা হলেও সাধারণত তা হয়ে ওঠে না। এখন করোনা পরিস্থিতিতে সবাই ছুটিতে থাকায় শিশুরা মা-বাবার সঙ্গে থাকতে পারছে। মা-বাবাও জানছে কোন সময় তার সন্তান কী করছে। তাহলে করোনা পরিস্থিতির পর আবার যখন মা-বাবা ব্যস্ত হয়ে যাবেন, তখন তারা অন্তত বুঝবেন দিনের কোন সময় তার সন্তান সাধারণত কী নিয়ে ব্যস্ত থাকে। সে অনুসারে মা-বাবা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়েও ভাবতে পারবে।’

[৪] জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু, কিশোর ও পরিবার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সরোজ কুমার দাশ বলেন, ‘এখন যৌথ পরিবার নেই যে, বাসায় আরও শিশু থাকবে, তারা বাসায় খেলাধূলা করবে। দম্পতিরা সন্তানই নেয় এক-দুইটি। শিশুদের যারা দুই ভাই-বোন, তাদের আবার বয়সের ফারাক অনেক। এমন অবস্থায় পরিবারের বড় সদস্যদেরকেই শিশুদের সঙ্গে খেলতে হবে, ওদেরকে সময় দিতে হবে। ওদের বই পড়ে শোনাতে হবে। এমনকি মোবাইল বা কম্পিউটার গেম খেলতে চাইলেও দেয়া যেতে পারে। কিন্তু এই লম্বা ছুটিতে তাদেরকে কথায় কথায় এটা করো না, ওটা করো না বলা যাবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়