শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৩২২ জন মার্কিন নাগরিকরা

লাইজুল ইসলাম: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, ৩২২ জন মার্কিন নাগোরিক বাংলাদেশ ছেড়েছেন। বিকেল ৫টা ৫৮ মিনিটে বিমানটি তাদের নিয়ে রওনা দেয়। এসময় নাগরিকদের পাশাপাশি দুটি কুকুর ও একটি বিরালও ছিলো

[৩] তৌহিদ বলেন, ১১টা থেকে শুরু হয় মার্কিন নাগরিকদের স্ক্রীনিং। মার্কিন দূতাবাসের লোকজনই তাদের নাগরিকদের স্ক্রীনিং করে। তারপর তাদের বিমানবন্দরের ভিতরে প্রবেশ করানো হয়।

[৪] তিনি বলেন, কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ বিমানটির ফ্লাইট নাম্বার কিউআর ৩৪৮৬। বিমানটির আসন সংখ্যা সাড়ে তিনশোর ওপরে বলে জানান তিনি।

[৫] এদিকে শনিবার মার্কিন নাগরিকদের দেশে ফেরার বিষয়ে দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়, রোববার (৫ এপ্রিল) তাঁরা দেশ ছাড়বে। বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই বিমানটি ব্যবস্থা করে দিয়েছে।

[৬] বার্তায় বলা হয়েছে, যাত্রীরা নিজেরাই তাদের খরচ বহন করবেন। কত টাকা খরচ হবে তা জানানো হয়নি। তবে বিমানে ওঠার আগে প্রত্যেক পূর্ণবয়ষ্কদের লিখিত দিতে হবে। পরে টাকা ফেরত দিবে এই মর্মে।

[৭] এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়