শিরোনাম

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জ লকডাউন প্রয়োজনে কারফিউ দাবি আইভি ও শামীম ওসমানের

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] জেলায় করোনায় সংক্রামন ব্যাধি ছড়িয়ে পড়ার আগেই পুরো জেলাকে লকডাউনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান রেখে পৃথক বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

[৩] রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেয়রের আহবান জানানো হয়। একই সঙ্গে এমপি শামীম ওসমানও গণমাধ্যমে কাছে মতামত প্রদান করেন। ইতোমধ্যে দুইজনের মৃত্যু ও আরো ৬ জন শনাক্ত হওয়ায় করোনাভাইরাসটি দ্রুত ছড়িয়ে পরছে জেলা জুড়ে।

[৪] সংসদ সদস্য শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে ক্রমশ করোনা ছড়িয়ে পড়ার আগই এটাকো রোধ করতে হবে। প্রশাসনকে অনুরোধ করবো যতদ্রুত সম্ভব পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের আওতায় আনতে হবে। এর কোনো ব্যতয় ঘটতে দেওয়া যাতে না হয়।

[৫] অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। প্রসঙ্গত নারায়ণগঞ্জে নতুন করে ৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এরই মধ্যে এ জেলাতে মৃত্যুবরণ করেছেন ২ জন। ৩০ মার্চ জেলায় প্রথম করোনা আক্রান্ত হয়ে বন্দরের রসুলবাগ এলাকার মারা যান। পরে ২ এপ্রিল রাতে এলাকাটি লকডাউন করে দেয়া হয়। পরবর্তীতে ৪ এপ্রিল জেলায় দ্বিতীয় আরেক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়