শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ; পুলিশ, মহিলা ইউপি সদস্যসহ আহত-১০

লালমনিরহাট প্রতিনিধি : [২] লালমনিরহাটের হাতীবান্ধায় সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ, সংরক্ষিত মহিলা সদস্যসহ অন্ত:ত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মূহূর্তে আরো সংঘর্ষ বেধে যেতে পারে।

[৩] জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মোখলেছুর রহমান মিঠুর সঙ্গে সফিয়ার রহমানের বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন সফিয়ার রহমান।

[৪] বৃহস্পতিবার বিকেলে ওই অভিযোগ তদন্তে যান দোয়ানী ফাঁড়ি ইনচার্জ মাহফুজার রহমান। তিনি তদন্তে গিয়ে উভয় পক্ষকে স্থানীয়ভাবে বসে মীমাংসা করে ফেলার প্রস্তাব দিয়ে চলে আসে। কিন্তু তদন্ত কর্মকর্তা চলে আসার পর মোখলেছুর রহমানের পরিবারের লোকজন সফিয়ার রহমানের বাড়ীতে গিয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে। সফিয়ার নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন। এতে ৫ পুলিশ সদস্যসহ সফিয়ারের স্ত্রী ও ছেলে আহত হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।

[৫] পুলিশের লাঠিচার্জে সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা বেগমসহ আরো ৩ জন আহত হন। এরপর জনপ্রতিনিধিরা মীমাংসা করে দেয়ার আশ্বাস দিলে আটককৃতদের থানা থেকে।

[৬] মোখলেছুর রহমান পুলিশের উপর হামলার কথা অস্বীকার করে বলেন, পুলিশ সফিয়ার রহমানের টাকা খেয়ে আমাদের উপর হামলাও ঘর বাড়ি ভাংচুর করেছেন। পুলিশের পিটুনিতে আমার মা সংরক্তিত সদস্য, ভাই ও চাচী আহত হন।সফিয়ার রহমান বলেন, মোখলেছুর রহমান মিঠু ও তার পরিবারের লোকজন আমাদের উপর হামলা চালায় ও অবরুদ্ধ করে ফেলেন।নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করলে পুলিশ তাৎক্ষনিকভাবে এসে আমাদেরকে রক্ষা করেন। এ ঘটনায় আমার স্ত্রী ও ছেলে আহত হন।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার তাপস সরকার বলেন, উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের মোখলেছুর রহমানের সঙ্গে একই গ্রামের সফিয়ার রহমানের সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। মিঠুদের পরিবারের লোকজন বেশি হওয়ায় সফিয়ার রহমানরা পারিবারিকভাবে অবরুদ্ধ হয়ে যায়। জনগণের জানমালের রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়