শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেলেন ৫৮৫ জন প্রবাসী

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] জেলার ৭টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৬৬০ জনের মধ্যে ৫৮৫ জন ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া নতুন করে আরও ৪ জনসহ ৭৯ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] এ বিষয়ে জেলার সিভিল সার্জন আশঙ্কা প্রকাশ করছেন কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে সামাজিকভাবে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে সচেতনতার পাশাপাশি করোনাভারাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

[৪] অন্যদিকে মৌলভীবাজারে করোনাভাইরাস আক্রান্ত আছে কি-না তা নিশ্চিত হতে জেলার ৭ উপজেলার ২০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

[৫] ইমিগ্রেশন অফিসের তথ্য মতে, গত মার্চ মাসে মৌলভীবাজার জেলায় প্রায় সাড়ে ৩ হাজার প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬শ’ প্রবাসী হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন। তবে পাসপোর্টের স্থায়ী বা অস্থায়ী ঠিকানা অনুযায়ী তারা মৌলভীবাজার জেলার অধিবাসী হলেও অনেকেই অন্য ঠিকানায় বসবাস করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

[৬] মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ বলেন, দুই ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সিলেট পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া প্রবাস থেকে আসা ও তাদের সংস্পর্শে যাওয়া ২০ ব্যক্তির আলামত পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। করোনাভারাস (কোভিড-১৯) মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়