শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আমরা যেনো ভুলে না যাই হিজড়ারাও আমাদের মতো মানুষ’

নিজস্ব প্রতিবেদক : [২] সমগ্র বিশ্বের বর্তমান পরিস্থিতি নিযে নতুন করে কিছু বলার নেই। গত কয়েক মাস ধরে সবকিছুই বন্ধ আছে। এমন অবস্থায় কয়েকদিন আগে ২০০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করে এগিয়ে এসেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার তৃতীয় লিঙ্গের পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার।

[৩] ময়মনসিংহে নিজ এলাকায় সমাজের হিজড়া সম্প্রদায়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ট্রাকে করে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হিজড়াদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষদের সাহায্য করার বিষয়টি নিশ্চিত করেছেন মোসাদ্দেক।

[৪] ফেসবুকে মোসাদ্দেক লিখেছেন, আমাদের সমাজের যদি সবচেয়ে অবহেলিত কেউ থেকে থাকে তারা হলেন তৃতীয় লিঙ্গ বা ‘ট্রান্সজেন্ডার’। আমি ব্যক্তিগতভাবে তাদের আপনি করে বলি। প্রথমত আমরা তাদের অনেকেই মানুষ হিসেবে গণনায় ধরি না, যদি ধরিও তবে ও তারা আমাদের থেকে নিচু প্রজাতিরই ভেবে থাকি। যা কিনা খুবই লজ্জাজনক।

[৫] ‘অনেকেই দেখছি গরিব দুখী, অসহায় মানুষকে ত্রাণ দিচ্ছে। প্যাকেট ভরে ভরে। যা আমি খুবই সম্মানের সাথেই দেখছি। তবে আমি অনেকটাই নিশ্চিত যে আমার পোস্ট দেখার পর অনেকের মনে হবে আরে ওরাও তো আমাদের মাঝে ছিলো। উনাদের নিয়ে তো ভাবা হলো না। কিছু করা হলো না। ওদের অবস্থান আমাদের সমাজে কোথায় এ থেকেই বোঝা যাচ্ছে।

[৬] ‘আমরা যেন ভুলে না যাই তারাও আমাদের মতোই মানুষ। এই পরিচিতি কবে আমরা মন থেকে বিশ্বাস করবো আমি জানি না। এইভাবে আমরা চেষ্টা করবো এগিয়ে আসতে। জাতি, ধর্ম, বর্ণ এর ভেদাভেদ আর কতো? মেন্টালিটি একটু পরিবর্তনের সময় চলেই এসেছে।,

  • সর্বশেষ
  • জনপ্রিয়