শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে সীমান্তের চোরাচালানীরা সেলফ কোয়ারেন্টাইনে

ইসমাঈল হুসাইন ইমু : [২] প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমানে গরু আসলেও এখন পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি কমে গেছে চোরাচালানও। সীমান্তের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ শুন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

[৩] সাতক্ষীরা বিজিবির (৩৮ ব্যাটলিয়ন) এর অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, বর্তমানে সীমান্তে কোনো চোরাচালানী হচ্ছেনা। এছাড়া গরু প্রবেশ একেবারে বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সিভিল প্রশাসনের সহায়তায় সাতক্ষীরা সীমান্ত এক প্রকার সীল করে দেয়া হয়েছে। এরপর নজরদারি অব্যাহত রয়েছে বিজিবির।

[৪] বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুর ইসলাম বলেন, দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মার্চ মাসে ৬৫ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৪২৬ গ্রাম স্বর্ণ, ৫৮ কেজি ৪৭০ গ্রাম রূপা, ৮৬ হাজার ১২৮টি ইমিটেশন গহনা, ৬২ হাজার ১৩১টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৬৭টি শাড়ি, ২ হাজার ৪৮৮টি থ্রিপিস/শার্টপিস, ৫ হাজার ৫৫০টি তৈরী পোশাক, ২৬৩ মিটার থান কাপড়, ২ হাজার ৮৪১ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৫৬৬ কেজি চা পাতা, ৭টি ট্রাক, ৩ প্রাইভেটকার, ১টি পিকআপ, ১৮টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৭টি মোটর সাইকেল।

[৫] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৮টি অন্যান্য প্রকারের অস্ত্র, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৭ জন বাংলাদেশী নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়