শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের বেতন দিয়ে পোশাক কারখানা বন্ধ ঘোষণা, খুলবে ২১ এপ্রিল

ইসমাঈল হুসাইন ইমু : [২] রাজধানীর পোশাক কারখানাগুলো আগামী ২১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৩] রোববার সকালে শেওড়াপাড়ায় ইয়থ গার্মেন্টেসের সামনে দেখা যায় পোশাক কর্মীদের ভীড়। সকালেই তাদের মার্চ মাসের বেতন দেয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে আগামী ২১ এপ্রিল কাজে যোগ দিতে।

[৪] কর্মীরা জানান, গত শুক্রবার তাদের কারখানা থেকে ফোন করে রোববার থেকে কাজে যোগ দিতে বলা হয়। পরে সকলেই দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। গণপরিবহন বন্ধ থাকায় প্রায় সকলেই ভেঙ্গে ভেঙ্গে কখনো রিকশা কখনো অটোরিকশা, ট্রাক, পিকআপ ভ্যান আবার পায়ে হেঁটেও এসেছেন অনেকে। তবে সকালে কারখানায় গেলে তাদের বেতন দিয়ে ২১ এপ্রিল আসতে বলা হয়। পাশাপাশি সকলকে বিকাশ এ্যাকাউন্ট খুলে কাজে যোগ দিতে বলে কর্তৃপক্ষ।

[৫] ‘সার্বিক পরিস্থিতি’ বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। শনিবার রাতে এক অডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।

[৬] এর আগে রুবানা হক এক বার্তায় বলেছিলেন, কাজের অর্ডার থাকলে পোশাক কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। তবে এ ক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়