শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ২, সরকারি নির্দেশনা মানছে না কেউ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] করোনা সন্দেহে কয়েকটি এলাকা করা হয়েছে লকডা্উন। তারপরেও সচেতন হচ্ছে না নারায়ণগঞ্জের সাধারণ মানুষ।এদিকে করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে।

[৩] সরকারি নির্দেশনা অনুযায়ী, সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে অনেকে। অবাধে চলাচল করতে দেখা গেছে সদর উপজেলার ফতুল্লার বেশ কয়েকটি এলাকাতে।

[৪] গত শুক্রবার, শনিবার ফতুল্লার বেশ কয়েকটি এলাকা ঘুরে এবং খোঁজ খবর নিয়ে জানা গেছে, ফতুল্লার লাললপুর, ইদ্রাকপুর, রেলস্টেশন, মুসলিমনগর, কুতুবআইল, সস্তাপুর, কোতালেরবাগ, ইসদাইর, নয়ামাটি, ধর্মগঞ্জ, ফাজিলপুর, পঞ্চবটিসহ বেশ কয়েকটি এলাকাতে যত্রতত্র মানুষের জটলা। কিছু দোকানপাট খোলা। অবাধে একজন আরেকজনের সংস্পর্শে আসছে। সামাজিক দূরত্বে যেন বালাই নেই। দেখলে মনে হতে পারে ঈদের ছুটি কাটাচ্ছে আড্ডায়।

[৫] স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের কঠোরতা এখানে না থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মানুষের এমন অবাধে চলাফেরা বন্ধ করতে হলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এসব বিষয়গুলিকে আমলে নিয়ে কঠোর হস্তে তা দমন করা না গেলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।

[৬] অনেকে আবার বলছেন, কোনো কোনো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঝে মধ্যে টহল দিতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখার পর মানুষ ঘরে গেলেও, তারা চলে যাওয়ার পর আগের অবস্থায় ফিরে আসে।

[৭] নারায়ণগঞ্জ জেলার প্রথম মৃত্যু:গত ২ এপ্রিল আইইডিসিআরের রিপোর্টে বন্দরের রসূলবাগ এলাকার শিউলী ওরফে পুতুল (৫০) নামে এক নারীর করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৮] এর আগে এই নারী শহরের পাইকপাড়া এলাকায় তার বাবার বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে তাকে করোনা আক্রান্ত সন্দেহে কুর্মিটোলা পাঠিয়ে দেওয়া হয়।

[৯] এদিকে ওই নারীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসায় রসূলবাগ এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন। প্রায় শতাধিক পরিবার এই লকডাউনের আওতায় রয়েছে। এছাড়াও তার সংস্পর্শে থাকায় একজন ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ানসহ ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি হাসপাতালের ওয়ার্ডবয়কে আইসোলেশনে নেয়া হয়েছে।

[১০] এছাড়াও একই নারীর সংস্পর্শে আসায় শহরের পাইকপাড়া এলাকার দুটি বাড়ির আটজনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ওই নারীর মরদেহ গোসল করানোয় পাখি নামে আরেক নারীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কোন প্রকার সচেতনতা দেখা যাচ্ছে না ফতুল্লার সাধারণ মানুষের উপর।

[১১] দ্বিতীয় মৃত্যু: শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

[১২] জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে দুইজনের মৃত্যু হলো।’

[১৩] এ ঘটনায় শনিবার রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাবাজার বড় আমবাগান (সুচিন্তাপুর) লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

[১৪] এদিকে করোনা আতঙ্কে এক দম্পতীকে প্রায় ২ ঘণ্টা গৃহবন্দী করে রেখেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ এমএন ঘোষাল রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে উক্ত দম্পতিকে গৃহবন্দী থেকে মুক্ত করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করে।

[১৫] অপরদিকে শহরের বাবুরাইল এলাকায় সর্দি, জ্বর ও কাশি নিয়ে ফয়সাল সুজন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আট সদস্যসহ ১৩ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

[১৬] মৃত ফয়সাল শহরের দুই নম্বর রেলগেইট এলাকার বর্ষণ সুপার মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করতেন। এছাড়া সিদ্ধিরগঞ্জের পাঠানতলির ৯ পরিবারে ২৬ জনসহ মোট ৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[১৭] এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেন, রাতে অসুস্থবোধ করায় তিনি শহরের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে যান। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

[১৮] এছাড়া নারায়ণগঞ্জের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

[১৯] একটি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে তার চেম্বার ছিলো। সেখানে নিয়মিত রোগী দেখতেন তিনি। সম্প্রতি ওই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়