শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতের ১৭ রাজ্যে ১,০২৩ করোনা পজিটিভে জামাত-যোগ দেখছে মোদি সরকার

রাশিদ রিয়াজ : [২] দিল্লির নিজামউদ্দিনই ভারতের কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণের হটস্পট হিসেবে তুলে ধরছে। কেন্দ্রের পরিসংখ্যানে ইঙ্গিত তেমনই। ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের ৩০ শতাংশ গিয়েছিলেন দিল্লির ওই ধর্মীয় সমাবেশে। এইসময়

[৩] ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়ালের কথা অনুযায়ী, এখনও পর্যন্ত ১৭ রাজ্য থেকে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যাঁরা তাবলিগের ওই জমায়েতে হাজির ছিলেন। ওই সমাবেশের সঙ্গে কোনও ভাবে যোগ রয়েছে, এমন আরও ২২ হাজার জনকে সংক্রমণের আশঙ্কায় কোয়ারেনটা্রইনে রাখা হয়েছে। তাঁরা দাবি অনুযায়ী, ভারতে করোনা পজিটিভ কেসের ৩০% দিল্লির ওই নির্দিষ্ট একটি জায়গা থেকেই সংক্রামিত হয়েছে।  টাইমস অব ইন্ডিয়া

[৪] দিল্লির নিজামউদ্দিনের সদর দফতরে পুলিশের নজর এড়িয়ে কয়েক সপ্তাহ ধরে ওই ধর্মীয় সমাবেশ চলছিল। গত শনিবার জমায়েতের এই ঘটনা যখন নজরে আসে, ততক্ষণে ওই জায়গা ছেড়ে অনেকেই তাঁদের রাজ্যে, নিজের নিজের বাড়িতে ফিরে গিয়েছেন।

[৫] ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত তাবলিগ জামাতের ওই সমাবেশ থেকে তামিলনাড়ুতে ৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের নিরিখে গোটা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৮৫ জন এ পর্যন্ত আক্রান্ত। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।উত্তরপ্রদেশে গত কয়েক ঘণ্টার মধ্যে যে ৫৫টি কোভিড-১৯ কেস চিহ্নিত করা গিয়েছে, তাদের মধ্যে ৪৭ জনই গিয়েছিলেন দিল্লির জমায়েতে। জানান ইউপির স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব অবনীশ কুমার আওয়াস্থি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব অমিতমোহন প্রসাদও উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে।তাঁরা জানান, রাজ্য পুলিশ ১,৩০২ জামাত সদস্যকে চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১০০০ জনকে।

[৫] অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে, তাদের রাজ্য থেকে ১,০৮৫ জন ধর্মীয় সমাবেশে গিয়েছিলেন। এর মধ্যে ৯৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। করোনার পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে। কমপক্ষে ১০৮ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। এই ব্যক্তিদের সংস্পর্শে আসা আরও কয়েক জনের কোভিড-১৯ টেস্ট করে, ৩২ জন পজিটিভকে পাওয়া গিয়েছে। সবমিলিয়ে অন্ধ্রে মোট আক্রান্ত ১৬১ জনের মধ্যে ১৪০ জনেরই তাবলিগ যোগ রয়েছে।

[৬] আসামে চিহ্নিত ২৫ করোনা রোগীর মধ্যে ২৪ জনই জামাত সদস্য। উড়িষ্যা থেকে ২৮ জন গিয়েছিল ওই ধর্মীয় সমাবেশে। তার মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।উত্তরাখণ্ড পুলিশ সূত্রে খবর, ৭০৮ জামাত সদস্যকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কোয়ারেনটা্ইনে রয়েছে ৬৭৩ জন। ২৬ জনকে দিল্লিতে কোয়ারেনটা্রইনে রাখা হয়েছে।এদিকে, কেরালায় ১১ জামাত সদস্যের টেস্ট করে, ৩ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়