শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফায় আজ বাংলাদেশ ছাড়ছেন থেকে যাওয়া মার্কিন নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক ও লাইজুল ইসলাম : [২] ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় রোববার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটটি দোহা হয়ে ওয়াশিংটন পৌঁছাবে।

[৩] করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

[৪] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, ১১টা থেকে শুরু হয়েছে মার্কিন নাগরিকদের স্ক্রীনিং। মার্কিন দূতাবাসের লোকজনই তাদের নাগরিকদের স্ক্রীনিং করবে। তারপর তাদের বিমানবন্দরের ভিতরে প্রবেশ করানো হবো।

[৫] তৌহিদ বলেন, কত জন যাবে এখন পর্যন্ত কোনো ঘোষনা আসেনি। ফ্লাইটের ঘন্টা তিনেক আগে যানা যাবে কত জনকে ফেরাবেন তারা। তবে এখন পর্যন্ত যতটুকু জানাগেছে বিমানবন্দরে ৩শোর বেশি মার্কিন নাগরিক এসেছেন।

[৬] তিনি বলেন, কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ বিমানটির ফ্লাইট নাম্বার কিউআর ৩৪৮৬। বিমানটির আসন সংখ্যা সাড়ে তিনশোর ওপরে বলে জানান তিনি।

[৭] বাংলাদেশ সরকার ও ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় দেশটির নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারছেন।

[৮] এদিকে শনিবার মার্কিন নাগরিকদের দেশে ফেরার বিষয়ে দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়, রবিবার (৫ এপ্রিল) তাঁরা দেশ ছাড়বে। বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই বিমানটি ব্যবস্থা করে দিয়েছে।

[৯] বার্তায় বলা হয়েছে, যাত্রীরা নিজেরাই তাদের খরচ বহন করবেন। কত টাকা খরচ হবে তা জানানো হয়নি। তবে বিমানে ওঠার আগে প্রত্যেক পূর্ণবয়ষ্কদের লিখিত দিতে হবে। পরে টাকা ফেরত দিবে এই মর্মে।

[১০] এর আগে ৩০মার্চ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও কূটনীতিক, সাথে ছিলো নয়টি ককুর।

[১১] সব কিছু খোলাসা করা যাচ্ছে না, পরিবারের স্বার্থেই ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও দেশটির নাগরিকরা। গত রোববার ঢাকায় মার্কিন দূতাবাস ভিডিও কনফারেন্সে এমনটাই জানিয়ে বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকা আসবেন।

[১২] শুধু বাংলাদেশ নয়, মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান নিজ দেশে ফিরেছেন।

[১৩] ব্যক্তিগত সিদ্ধান্তেই তাদের এ ঘরে ফেরা।

[১৪] রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ প্রথম শ্রেণীর কয়েকজন কর্মকর্তা থেকে গেছেন বলে নিশ্চিত করেছে ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র।

[১৫] শুধু আমেরিকান নাগরিকদের জন্য কসনুল্যার সেবা চালু রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়