শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের পাশে দাঁড়াতে শুধু অর্থ নয়, মনও লাগে

শর্মী ভৌমিক : মানুষের পাশে দাঁড়াতে শুধু অর্থ নয়, মনও লাগে। সেই মন সবার থাকে না, থাকবে না এটাই স্বাভাবিক। কিন্তু অন্যকে নিরুৎসাহিত করা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, তাই নয়? আপনাদের মতো মানুষদের আমি ভালো করেই চিনি। আপনারা দোষ ধরায় পটু। নিজের স্বার্থের বাইরে এক পাও হাঁটেন না আপনারা। দেশে লকডাউন চলছে। আমি লকডাউন মেনে চলতে সবাইকে অনুরোধ করে প্রায়শই লিখি, লাইভও করেছি দুটি। আমার শুভাকাক্সক্ষী, বন্ধু-বান্ধবেরা আমার কথা শুনে থাকেন। পাশাপাশি আমি এও বলেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমরা দুস্থ, গরিব মানুষদের সাহায্যে এগিয়ে যেতে পারি। পারি না? আমার পরিচিত স্বেচ্ছাসেবক ভাই, বন্ধু-বান্ধবেরা সেভাবেই কাজ করছেন। এটাকে আপনি/আপনারা শো-অফ বললে তো মেনে নেবো না আমরা। মানুষের পাশে দাঁড়াবে না মানুষ? এমনি এমনিই তো কতো মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, জনসমাগম করছে, সেগুলো চোখে পড়ে না আপনার/আপনাদের?
টিভিতে খবর দেখছিলাম। খবরে বলছিলো ‘মসজিদে নামাজ পড়তে লোক জমায়েত না হলে করোনাভাইরাসটা এতোটা ছড়াতো না এ দেশে। এই মুহূর্তে করোনা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে’। কই এ বিষয়ে আপনি/আপনারা কোনো কথা বলেননি তো। জায়গা বুঝে কীর্তন করতে আসেন বুঝি? সমালোচনা না করলে ঘুম হয় না বুঝি? এগুলো বন্ধ করুন। আপনার সংকীর্ণতা দিয়ে মানুষের ভালো কাজকে প্রভাবিত করতে আসবেন না। মানুষ বোঝে সব কিছু। আপনার ভালোমন্দ নিয়ে আপনি থাকুন না, আজব। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়