শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহীতে ৭৬৬ জন প্রবাসীর ১৪ দিন হোম কোয়ারেন্টিন পূর্ণ হওয়ায় দেয়া হয়েছে ছাড়পত্র!

মুসবা তিন্নি : [২] করোনাভাইরাস ঠেকাতে বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। সারাদেশের মত গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৮০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তবে ১৪ দিন পূর্ণ হওয়ায় এরই ৭৬৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের কারও করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।

[৩] তিনি জানানন, রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে রাখা বাক্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত মার্চ মাস থেকে শনিবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বিদেশ ফেরত ১ হাজার ৮০ জনকে। তবে এদের মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৬৬ জনকে।

[৪] যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৪৫৪ জন। এর বাইরে বাঘা উপজেলার ৬০ জন, চারঘাটের ৪৬ জন, পুঠিয়ার ২৮, দুর্গাপুরের ২১, বাগমারার ২৭, মোহনপুরের ৪৬, গোদাগাড়ীর ৩৬, তানোরের ২৪ ও পবায় ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও হোম কোয়ারেন্টিনে আছের ৩১৪ জন।

[৫] অপরদিকে গত ২৪ ঘন্টায় নতুন ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। নতুন এই ৪ জন ভারত থেকে রাজশাহীতে এসেছেন। নতুন এই ৪ জনই এসেছেন মোহনপুর উপজেলায়। তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারোন্টনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়