শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৮টি অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

সুজন কৈরী : [২] শনিবার র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে মোট ৯ হাজার ৫৪০ পিস ইয়াবা, ৪০ কেজি গাঁজা, ১০০ ক্যান বিয়ার, ১ হাজার ৫০০ কেজি অ্যালকোহল, ১ হাজার ৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার, ১ হাজার ২৫০টি বিভিন্ন ব্যান্ডের লেবেল, ১টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মাইক্রোবাস, ৪টি মোবাইল, ৫টি সিম, নগদ ১২ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া একজন অপহৃতকে উদ্ধারসহ ৭ জন মাদক ব্যবসায়ী ও ধর্ষনে অভিুযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] র‌্যাব-১১ জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুলার কুতুবপুর এলাকা থেকে শিশু ধর্ষণের অভিযোগে মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। একইদিন কুমিল্লার কোতয়ালির আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে পিকআপে করে মাদক পরিবহনকালে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. হাবিবুর রহমান ওরফে হাবিবকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি গাঁজা, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

[৪] ২ এপ্রিল রাতে রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় অননুমোদিত কারখানায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওই কারখানা থেকে ১ হাজার ৫০০ লিটার অ্যালকোহল, ১০০ মি. লি. ওজনের অ্যাকমি ব্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার ১ হাজার ৩০০ বোতল, ৫০ মি. লি. ওজনের রেঞ্জার ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার ২৫০ বোতল, ৫০ মি. লি. ওজনের লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার ২৫০ বোতলসহ মোট ১ হাজার ৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার ২৫০টি রেঞ্জার ব্র্যান্ডের লেবেল জব্দ করা হয়। একইদিন সোনারগাঁওয়ের কাঁচপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ ক্যান বিয়ার উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আসামী মো. পিয়াসকে গ্রেপ্তার করা হয়।

[৫] ১ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামের সাতঘরিয়া গাংরা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড, মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ৮৭০ টাকা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেন, মো. সাফায়েত হোসেন ওরফে শাখাওয়াত ও মো. তানভীর নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়।

[৬] ৩১ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

[৭] ৩০ মার্চ কুমিল্লার কোতয়ালির বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি আনিছকে গ্রেপ্তার করা হয়। ২৯ মার্চ একই এলাকার বারপাড়ায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী জাবেদকে গ্রেপ্তার করা হয়।

[৮] র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মো. রেজাউল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইনশৃক্সক্ষলার সামগ্রিক উন্নয়নে কাজ করছে। এছাড়া করোনাভাইরাসের বিষয়ে ভয়ভীতি ও আতঙ্ক রোধে এবং জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাটালিয়নটি নিয়মিত টহল দিচ্ছে। দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় জনসমাগম স্থানে হ্যান্ড ওয়াশিং পয়েন্ট স্থাপনসহ করোনার বিষয়ে জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন লাগানো এবং নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়