শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  এক প্রবাসীকে কুপিয়ে হত্যা দুবৃত্তরা

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] শনিবার (৪ এপ্রিল)  বেলা ১২ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় পশ্চিমপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক (২৮) নামে প্রবাসী যুবককে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।

[৩] এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়। তাদেরকে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত সাগর স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

[৪] সাগর আরো জানান, টিপু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক নেতার ছত্রছায়ায় চলে। টিপুর দলীয় কোন পরিচয়ন নাই। সন্ত্রাসী বাহিনী গঠন করে স্থানীয়ভাবে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। প্রতিবাদ করার কারণেই টিপু বাহিনী তাদেরকে প্রতিপক্ষ ভেবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

[৫]  শনিবার বেলা ১২ টার দিকে টিপু ও তার সহযোগীরা বাদলকে বেদম মারপিট করে ফেলে রেখেছে লোকমুখে এমন খবর পেয়ে নিহত আবু বকর সিদ্দিক, মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন দ্রুত ঘটনাস্থলে যাওয়া মাত্র টিপু, সজিব, বাবু, রাহাত, শফিক সহ তাদের বাহিনীর সদস্যরা দেশিয় অস্ত্র ও লোহার রড, পাইপ দিয়ে এলোপাথারি মারপিট করে। এক পর্যায়ে টিপু রাম দা দিয়ে আবু বকর সিদ্দিকের নাক,মুখ ও ডান হাত কুপিয়ে গুরুতর আহত করে।

[৬] স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় আবু বকর সিদ্দিক মারা যান। আহত ২জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

[৭] শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি আজিম উদ্দীন জানান, হত্যার কারণ জানা যায়নি। স্থানীয় ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়