শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কড়া নিরাপত্তায় ঢাকার দুই মসজিদে ৩২১ বিদেশি তাবলিগের মুসল্লি

সুজন কৈরী : [২] বাংলাদেশে তাবলিগ জামাতের মার্কাজ মসজিদ কাকরাইলে রাখা হয়েছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ১৯১ জনকে। আর উত্তর যাত্রাবাড়ীর মদিনা জামে মসজিদে রাখা হয়েছে মাওলানা জোবায়েরের অনুসারী ১৩০ জনকে।

[৩] পুলিশ বলছে, কোয়ারেন্টিনে না থাকলেও তাবলিগের এই বিদেশিদের মসজিদ থেকে বের হতে দেয়া হচ্ছে না। আবার কাউকে ভেতরে প্রবেশ করতেও দেয়া হচ্ছে না।

[৪] ডিএমপির রমনা থানার ওসি মনিরুল ইসলাম শনিবার বলেন, কাকরাইল মসজিদে থাকা বিদেশিরা ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। কেউ জানুয়ারি, কেউ ফেব্রুয়ারি আবার কেউ মার্চ মাসেও এসেছেন। তাদেরকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল ও খাবার খেতে বলা হয়েছে। মসজিদ থেকে বের হতে এবং বাইরে থেকে কেউ যেন ভেতরে যেতে না পারে সে নির্দেশনাও দেয়া হয়েছে।

[৫] ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম বলেন, বিদেশিদের মধ্যে কয়েকজন সর্বশেষ গত ১৪ মার্চ দেশে এসেছেন। করোনাভাইরাসের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যুক্তি দেখিয়েছেন, তাদের আসার ১৫দিন অতিক্রম হয়েছে।

[৬] যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, মদিনা মসজিদে বড় হওয়ায় সেখানে তাদের রাখা হয়েছে। তারা সুস্থ আছেন। সচেতন থাকতে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। তারা মসজিদের ভেতরই থাকেন। তাদের খাবার রান্নার জন্য লোক রয়েছে। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়