শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ শতাংশ গার্মেন্ট খোলবে, কারণ তাদের আগের কিছু কাজ জমা ছিল

বিশ্বজিৎ দত্ত : [২] বিজিএমএইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ জানিয়েছে, গার্মেন্ট বন্ধের কোন নির্দেশ ছিল না। যাদের কাজ ছিল তারা গার্মেন্ট চালু রেখেছেন। যাদের কাজ ছিলনা তারা ৪ তারিখ পর্যন্ত শ্রমিকদের ঘরে থাকতে বলেছেন। যখনি কোন গার্মেন্টের শ্রমিক দরকার পড়বে তারা তাৎক্ষণিকভাবে কাজে যোগদান করবে। এক্ষেত্রে শ্রমিকদের কোন অসুবিধা হওয়ার কথা না। শ্রমিকদের বেশির ভাগ কারখানার আশে পাশেই থাকে।

[৩] বিকেএমই্র সহসভাপতি মোহম্মদ হাতেম জানান, গার্মেন্ট কারখানার গড়ে ৭০ শতাংশের হাতে কোন কাজ নেই। সুতরাং শ্রমিকরা আসলেই কাজ করতে পারবে তেমন নয়। নারায়ণগঞ্জের কিছু কারখানার শ্রমিক আনা নেয়ার নিজস্ব পরিবহন রয়েছে। সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে গার্মেন্ট মালিকরা পরিবহন চালানোর অনুমতি নিচ্ছে।

[৪] শ্রমিকদের বেতনের প্রসঙ্গে বলেন, কোন কারখানা বন্ধ থাকলে তাদের শ্রমিকদের শ্রমআইনের ১২ ধারায় যেভাবে বলা আছে সেভাবে মালিকরা তা পরিশোধ করবে। অর্থাৎ ৩ মাসের বেতন প্রদান করবে।

[৫] বিজিএমই্এর সভাপতি রুবানা হক জানান, সাধারণ ছুটির মধ্যেও অনেক গার্মেন্ট চলেছে। কারণ তাদের হাতে কিছু কাজ ছিল। অনেক কারখানার অর্ডার বাতিল হয়েছে। কিন্তু তাদের ব্যাক টু ব্যাক এলসি খোলা ছিল। নতুন কিছু কাজ এলে তারা কাজ করবে। তবে শ্রমিকদের বাড়িতে যাওয়ার কথা বিজিএমএইএ কখনো বলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়