শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার এয়ারওয়েজের দ্বিতীয় চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বে মার্কিন নাগরিকরা

লাইজুল ইসলাম: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে লিখিত কোনো অর্ডার বা বার্তা বা আদেশ আমরা পাইনি। তবে শুনতে পেরেছি একটি বিমানে ঢাকা ছাড়বেন মার্কিন নাগরিকরা।

[৩] তিনি আরো বলেন, মার্কিন নাগরিক কতজন যাবে তাও এখনো জানানো হয়নি। ঠিক ফ্লাইটে ওঠার আগ মূহুর্তে জানা যাবে কতজন মার্কিন নাগরিক বাংলাদেশ ছাড়ছেন। তার আগে আবেদন করা হবে মন্ত্রণালয়ে, সেখান থেকে আসবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ওখানে, সিভিল এভিয়েশন পাঠাবে বিমানবন্দরে।

[৪] এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের দেশে ফেরার বিষয়ে দূতাবাস থেকে বার্তা পাঠানো হয়েছে। রবিবার (৫ এপ্রিল) তাঁরা দেশ ছাড়বে। বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই বিমানটি ব্যবস্থা করে দিয়েছে।

[৫] বার্তায় বলা হয়েছে, যাত্রীরা নিজেরাই তাদের খরচ বহন করবেন। কত টাকা খরচ হবে তা জানানো হয়নি। তবে বিমানে ওঠার আগে প্রত্যেক পূর্ণবয়ষ্কদের লিখিত দিতে হবে। পরে টাকা ফেরত দিবে এই মর্মে।

[৬] এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়