শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মহীন অসহায়দের পাশে ‘টোক পেশাজীবি ফোরাম’

মাসুদ আলম : [২] কেউ ব্যাংকার, কেউবা চিকিৎসক, আবার কেউ রাষ্ট্রের সামরিক বেসামরিক কর্মকর্তা। আছেন গণমাধ্যমের কর্মীসহ নানা পেশার মানুষও। সম্পূর্ণ পেশাদারিত্ব আর সমাজে দায়বদ্ধতার জায়গা থেকে আসেন এক প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্ম গাজীপুর জেলার কাপাসিয়া থানার ‘টোক পেশাজীবি ফোরামের’ উদ্যোগে করোনাভাইরাসের কারণে গৃহবন্দী থাকা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

[৩] মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সবকিছু স্থবির করে দিচ্ছে। গরীব ও শ্রমজীবীদের আহারে আঘাত হেনেছে। আর এই দরিদ্র লোকেদের ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে এই সংগঠনটি। টোক ইউনিয়নের কয়েকটি গ্রামের হতদরিদ্র দুঃস্থদের সাধ্যমতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছে সংগঠনের সদস্যরা।

[৪] সংগঠনের সভাপতি ও ব্যাংক কর্মকর্তা আশ্রাফ উদ্দিন আসিফ জানান, আমরা সবাই নিজ নিজ পেশায় ব্যস্ত। শুক্রবার সবাই ছুটি। তাই এই দিনে টোক ইউনিয়নে অসহায়, প্রতিবন্ধী, বিধবা, খেটে খাওয়া, দিন আনে দিন খায় এমন ৪৫ টি পরিবারের মাঝে চাল, ডাল, লবন, আলু, পেয়াজ, সাবান পৌঁছে দিয়েছি। সব সদস্য মিলেই সবার ঘরে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সামগ্রীগুলো পৌঁছেছি।

[৫] সাধারণ সম্পাদক আনসার বাহিনীর কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, এলাকায় অসহায় মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আর এ জায়গা থেকে এই দুর্যোগকালীন সময়ে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

আর পুলিশ সদস্য শামীম আহমেদ ও বিল্লাল হোসেন জানান, এই করোনা অসহায়দের দীর্ঘশ্বাস বাড়িয়েছে। তাদের কিছুটা স্বস্তি দিতে আমাদের সবার যার যার জায়গা থেকে পাশে দাঁড়ানো উচিত। সবাই মিলে সাময়িক দুর্যোগ খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবে বলে আশা তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়