শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ছেলের নির্যাতনের দৃশ্য দেখে মায়ের মৃত্যু

উখিয়া, কক্সবাজার প্রতিনিধি: [২]  শুক্রবার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে এ ঘটনা ঘটে।

 

[৩]  গত ৩০ মার্চ ক্রিকেট খেলা নিয়ে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুল আবছার নান্নুর সঙ্গে সাইফুদ্দিন ও শাহীন সরওয়ারের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জেরে সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে উখিয়া থানায় এজাহার দায়ের করে উভয়পক্ষ। এক পক্ষের অভিযোগ মামলা হিসেবে থানায় রেকর্ড হলেও প্রতিপক্ষ নান্নুর অভিযোগটি রেকর্ড করা হয়নি।

 

[৪] এর জেরে শুক্রবার বিকেলে নুরুল আবছার নান্নুর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সাইফুদ্দিন ও শাহীন সরওয়ারের নেতৃত্বে ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ দল। ঘরের ভেতর গিয়ে নান্নু এবং তার বড়ভাই আহামদ শরীফকে (৩০) মারধর করে। এতে গুরুতর আহত হন নান্নুর বাবা আলী হোসেনও।

 

[৬] এ দৃশ্য দেখে মা নুর নাহার অজ্ঞান হয়ে যান। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দ্বিতীয় দফায় আবার হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সানাউল্লাহসহ তিনজন আহত হয়।

 

[৭] স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বলেন, এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং হামলায় জড়িতদের গ্রেফতার ও আইননুগ শাস্তি দাবি জানাচ্ছি।

 

[৮] ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ সাহা বলেন, আমরা সংঘর্ষটি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে চলে আসার পর নান্নুর বাড়িতে বাদীপক্ষ হামলা করেছে বলে শুনেছি। তিনি  আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে শুনলাম আসামি নান্নুর মা মারা গেছেন। ব্যাপারটি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

[৯] এ ব্যাপারে জানতে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জিকে ফোন করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদনা: ইস্রাফিল হওেলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়