শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর প্রধান সড়কসহ অলিগলিতে তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী ও পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : [২] ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যৌক্তিক কারণ ছ্ড়াা কেউ বের হবেন না এ কথা বারবার বলা হলেও অনেকে মানছেন না। এ কারণে পুলিশকে কঠোর হতে বলা হয়েছে। কোনো হয়রানি নয়, মানুষ যেন ঘরে থাকতে বাধ্য হন সেজন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] শনিবার সকালে মিরপুর, ফার্মগেট, তেজকুনিপাড়া, রাজাবাজার, মোহাম্মদপুর, তাজমহলরোড, কুষিণমার্কেট, খিলগাঁও বাসাবো, সবুজবাগ, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, মালিবাগ. বাংলামোটর, কারওয়ানবাজারসহ বেশকিছু এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী ও পুলিশের টহল দেখা গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোষ্ট বসিয়েছে পুলিশ। সড়কে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস আসলে তা থামিয়ে দেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্য জানিয়ে ছাড়া পাচ্ছেন গাড়িচালক ও অরোহীরা।

[৪] যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন প্রচার এমনকি মাইকিং পর্যন্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে ঘরে থাকার কোনও বিকল্প নেই। সকলকে জরুরী কাজ ছাড়া বাইরে না বের হওয়ার আহবান জানান তিনি।

[৫] সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা নিয়মিত টহলের পাশাপাশি জনসাধারনকে বাসায় থাকার আহবান জানাচ্ছেন। এছাড়া করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশনা পালন করতে সকলকে বলা হচ্ছে। মাস্ক ও হ্যান্ড স্যানিটারি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়