শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে খাদ্যবান্ধবের চাল জব্দ, ডিলার পলাতক

নোয়াখালী প্রতিনিধি: [২] নোয়াখালী সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল আটক করেছে জনতা। ঘটনার পর ডিলার পলাতক রয়েছেন। শুক্রবার ভোরে আন্ডারচর ইউনিয়নের সোনাপুর-বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার।

[৩] প্রশাসনের কর্মকর্তারা জানান, চাল বহনকারী রিকশার চালককে আটক করা হলেও ঘটনায় সম্পৃক্ততা না পেয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিলার মোসলেহ উদ্দিনকে ধরা যায়নি।

[৪] ইউএনও আরিফুল ইসলাম সরদার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ডিলারদের মাধ্যমে ১০ টাকা মূল্যে হতদরিদ্রদের মাঝে চাল বিলি করা হয়। নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে (ট্যাগ অফিসার) নির্দিষ্ট স্থানে প্রকাশ্যে এ চাল বিলি করার কথা।

[৫] ইউএনও জানান, আন্ডারচর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোসলেহ উদ্দিন তার অনুকূলে খাদ্য বিভাগ থেকে বরাদ্দকৃত চাল স্থানীয় বাংলা বাজারে বিলি করার কথা।

[৬] “কিন্তু ভোরে তার গুদাম থেকে চাল বের করে রিকশায় অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় লোকজন চালগুলো আটকে রাখে।” এ সময় রিকশাচালককে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ডিলার মোসলেহ উদ্দিন পালিয়ে গেছেন বলে ইউএনও জানান।

[৭] এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন ও খাদ্য পরিদর্শক আনিসুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন বলেন, ঘটনার পর ডিলার মোসলেহ উদ্দিন পলাতক। সরকারি নির্দেশনা অমান্য করে চালগুলো অনত্র সরিয়ে নেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

[৮] স্থানীয়রা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও যুবলীগ নেতা মোসলেহ উদ্দিন হতদরিদ্র কার্ডধারীদের না দিয়ে প্রতি বস্তা চাল ৭'শ থেকে ৮'শ টাকা দরে কালো বাজারে বিক্রি করে আসছে। ভোর রাতে তার গুদামের চাল সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন ওই ডিলারের বাড়ি ঘেরাও করলে মোসলেহ উদ্দিন পালিয়ে যায়।

[৯] অভিযোগ রয়েছে সদর উপজেলার ৫১জন ডিলারের মধ্যে বেশিরভাগ ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানাভাবে অনিয়ম করে যাচ্ছে। হতদরিদ্রের তালিকায় সরকারি চাকুরীজীবি ও স্বচ্ছল ব্যক্তিদের নামও রয়েছে।

[১০] সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন বলেন, রিকশাচালক রিপনকে আটক করা হয়েছিল। কিন্তু এ ঘটনায় তার সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়অ হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়