মহসীন কবির : [২] ৫ জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতে সম্পূর্ণ লকডাউন জারি হওয়ার কারণে বাংলাদেশী নাগরিকরা সে দেশে আটকা পড়েছেন।যমুনা টিভি
[৩] চিকিৎসার প্রয়োজনে বা বেড়াতে এসে ভারতে আটকে পড়া বহু বাংলাদেশীই বিবিসিকে জানিয়েছেন, তারা যে কোনওভাবে দ্রুত দেশে ফিরতে ইচ্ছুক – কারণ ভারতে তাদের জন্য এখন প্রতিটা দিন কাটানোই খুব মুশকিল হয়ে পড়ছে।
[৪] নয়াদিল্লীতে বাংলাদেশ দূতাবাসের সবশেষ তথ্যমতে, চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য কারণে আড়াই হাজার বাংলাদেশী - যার মধ্যে এক হাজার শিক্ষার্থী রয়েছেন- তারা ভারতে আটকা পড়েছেন। ভারত সরকার গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাস, রেল, বিমানসহ সব যানবাহন বন্ধ ঘোষণা করায় আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। voabangla