শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু, নারায়ণগঞ্জে ১০০ পরিবার লকডাউন, চিকিৎকসহ ৮ জন হোমকোয়ারেন্টাইনে

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাসিক ২৩ নং ওয়ার্ডের বন্দর রসুলবাগ এলাকায় ১০০ পরিবার লকডাউন করে দিয়েছে প্রশাসন। তাছাড়া মৃত্যু ব্যাক্তির সংস্পর্শে থাকা হাসপাতালের এক ওয়ার্ডবয়কে আইসোলেশনে এবং চিকিৎসা প্রদানকারী এক ডাক্তারসহ ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

[৩] জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে ৩০ মার্চ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু ঘটে। মৃত্যুর পর নমুনা সংগ্রহের পরীক্ষা শেষে পজেটিভ রিপোর্ট আসায় ২ এপ্রিল রাতে ঘটনাস্থলে ছুটে যান জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, বন্দরের ইউএনও শুক্লা সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা।

[৪] বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স¤প্রতি ৪৫ বছর বয়সী এক নারী অসুস্থ হন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ৩০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিনই তাকে দাফন করা হয়। নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে ২ এপ্রিল করোনার পজেটিভ রিপোর্ট ধরা পড়ে। রাতেই জামাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

[৫] বন্দরের ইউএনও শুক্লা সরকার জানান,ওই সড়কে ১০০ পরিবার এ লক ডাউন এর আওতায় রয়েছেন। তাদের সার্বিক সহযোগিতায় ৫টি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার ওই নারীর পরিবার ও আশেপাশের লোকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়