ইয়াসিন আরাফাত : [২] আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলছে,কার্ডবোর্ডের ওপরে ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে কোভিড-১৯। স্টিল বা প্লাস্টিকের জিনিসের ওপরে এই ভাইরাস বাঁচতে পারে প্রায় ৩ দিন। সংস্থাটির মতে জুতাতে এই ভাইরাস ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু বেশিরভাগ জুতোই চামড়া, রবার বা প্লাস্টিকের তৈরি, তাই জুতো থেকে করোনাভাইরাস ছড়াতেই পারে।টাইমস অফ ইন্ডিয়া
[৩] কানাডিয়ান গনমাধ্যম গ্লোবাল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টরন্টোর হামবার রিভার হাসপাতালের শীর্ষপদস্থ ডাঃ মাইকেল গার্ডমে জানান, প্রতিদিন মানুষ যেসকল পোষাক ও জুতা পরিধান করে তার থেকে অল্প পরিসরে হলেও করোনা ভাইসা ছড়িয়ে পরার ঝুঁকি থাকে।
[৪] তিনি জানান, সুপারমার্কেট,পাবলিক ট্রান্সপোর্ট কিংবা রাস্তায় যদি কোনও করোনা রোগীর থুতু বা কফ পড়ে থাকে, তার ওপরে পা দিলে, আপনার জুতায় সেই ভাইরাস লেগে যেতে পারে। তাই জুতায় করে আপনি সহজেই নিজের অজান্তে করোনাভাইরাস ঘরে ঢুকিয়ে আনতে পারেন। এছাড়াও জুতা পরার সময় আমরা হাতের সাহায্য নেই। এতে জুতায় লেগে থাকা ভাইরাস অনায়েসেই আমাদের হাতে ছড়িয়ে পরার সুযোগ থাকে।
[৫] এক্সপ্রেস ডট কম ডট ইউকেতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জুতার মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রামণ থেকে নিরাপদ থাকতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। সেগুলো হল...
* ঘরে ঢোকার আগে দরজার বাইরে জুতা খুলুন।
* পাবলিক প্লেসে পরে যাওয়া জুতা সাবান ও জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
* ওয়াশিং মেশিনে ধোওয়া যায় এরকম জুতা মেশিনেই ধুয়ে নিন।
* চামড়ার ধুয়ে নিন ধোয়া সম্ভব নয়, তাই ডিসইনফেকটেন্স লিকুইড দিয়ে ভালো করে মুছে নিন।
* দরজার মুখে আপনার ঘরে পরার স্লিপার রেখে দিন। বাইরের জুতা খুলে পা মুছে ঘরে পরার জুতা পরে ভেতরে ঢুকুন।