শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, প্রণোদনার টাকা ২ শতাংশ লভ্যাংশে পরিশোধযোগ্য, খরচ করা হবে শ্রমিকদের তিন মাসের মূল বেতন প্রদানে

শরীফ শাওন : [২] তিনি বলেন, রপ্তানি খাতের শ্রমিকদের তালিকা তৈরি করে তাদের তিন মাসের বেতন বাবদ আর্থিক সহায়তা চাওয়া হয়। সরকারের দেয়া ৫ হাজার কোটি টাকা প্রণোদনাকে সহজলভ্য বলা যাবে না। টাকার অঙ্কটি বেতনের টাকার কম বা বেশি নয়। তবে তা প্রত্যাশা পূরণে সহায়তা করবে। এপ্রিল, মে ও জুন মাসের বেতন হিসেবে মাসপ্রতি শ্রমিকদের বেতন নিশ্চিত করতে অর্থ ব্যয় হবে।

[৩] তিনি আরও বলেন, মার্চ মাসের বেতন মালিকপক্ষ থেকে দেয়া হবে। যদিও মার্চ মাসজুড়ে করোনার প্রভাবে মোট কার্যাদেশের মাত্র ৫০ শতাংশ রপ্তানি করা হয়েছে।

[৪] বিজিএমইএ সূত্র জানায়, পোশাক রপ্তানি খাতে কাপ্পাহø, বেনেট্টন, ডিকেথøন ব্র্যান্ড এই সঙ্কময় সময়ে সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। তারা এ বিষয়ে বিজিএমইএ সভাপতিকে লিখিতভাবে অবহিত করেন। এসময় প্রাইমার্ক ব্র্যান্ড আরও কার্যাদেশ নিয়ে হাজির হন।

[৫] সংগঠনটির সভাপতি বলেন, এসকল ব্রান্ডের পাশাপাশি এইচ এন্ড এম, ইন্ডেক্স, পিভিএইচ, টার্গেট এন্ড কিয়াবি ও এম এন্ড এস ব্র্যান্ডসমূহ কাজ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তবে এই মুহুর্তে তারা অর্থ প্রদান থেকে সরে এসেছেন, পিভিএইচ ও বিলম্ব করছেন। নিয়মিত যোগাযোগের ধারাবাহিকতায় সি এন্ড এ জানিয়েছে, আগামী মঙ্গলবার এ বিষয়ে সংগঠনটির সঙ্গে কথা বলবেন। এই সঙ্কটময় মুহুর্তে পাশে থাকার অঙ্গীকার করে টম টেইলর গ্রুপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়