শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

[৩] শুক্রবার সকালে উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৪৬) ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামের বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশি মাজহারুল, সাজু ও তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। ২০০৮ সালে উভয় পক্ষের সংঘর্ষে বাবুল মিয়ার পক্ষের একজন খুন হন। এ মামলার বাদী ছিলেন বাবুল মিয়া।

[৫] এর জের ধরে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাবুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৬] ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়