শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর হাতিয়ায় সালিশি বৈঠকে হামলার শিকার যুবলীগ নেতার মৃত্যু

নোয়াখালী হাতিয়া প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার চানন্দী ইউনিয়নে বিকেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এক শালিশি বৈঠকে হামলার শিকার হয়। পরে জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতের লাশ ।

[৩] উপজেলার চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলের চরের আর্দশ গ্রামের কালাম ব্যাপারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে এবং চানন্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

[৪] ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল করিম মিলন জানান, দুপুরের দিকে স্থানীয় দুই যুবকের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বাক বিতণ্ডা হয়। এরই জেরে বিকেলের দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে দুই পক্ষের বিরোধের জের ধরে চানন্দী ইউনিয়নের চানন্দী বাজারে এক সালিশি বৈঠক বসে। বৈঠকে বিরোধ মিমাংশা করে দেয়ার পরে উভয়পক্ষের সাথে ফের ধাক্কাধাক্কির একপর্যায়ে বিরোধ শুরু ।

[৫]তিনি আরও জানান, পুনরায় বিরোধ সৃষ্টিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাঁধা দিলে কামাল উদ্দিন নামের এক পক্ষ সালিশদার এর উপন ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার করে। এ সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এগিয়ে আসলে কামাল উদ্দিন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে আক্রমণ করে বুকে বেধড়ক কিল ঘুষি দেয় । এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানা যায়।

[৬] হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযুক্ত পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়