শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সচেতনায় নিজেই ঘুরে ঘুরে মাইকিং করছেন সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] আতঙ্কিত না হয়ে সচেতন হোন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। অপরিস্কার হাতে চোখ, মুখ ও নাকে হাত দিবেন না'। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে নিজে মাইকিং করে এই বার্তা দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ সদস্য। নিজের নির্বাচনী আসনের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এলাকার পথে পথে ঘুরে মানুষকে সচেতন করার পাশাপাশি কর্মহীন ও হতদরিদ্রদের দিচ্ছেন খাদ্য সহায়তা।

[৩] দেশের এই ক্রান্তিলগ্নে অনেক জনপ্রতিনিধিই মাঠে না থাকলেও নির্বাচনী এলাকায় ছুটে বেড়াচ্ছেন সাংসদ সংগ্রাম। করোনাভাইরাসের বিস্তার রোধে মাইকিং করে সবাইকে ঘরে থাকার পাশাপাশি বিদেশফেরতদেরও অনুরোধ জানাচ্ছেন ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থেকে পরিবার ও দেশকে নিরাপদ রাখার।
[৪] হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার মানুষ একজন সাংসদের এমন ভূমিকা আগে দেখেননি। ফলে আগ্রহ নিয়েই সাংসদের মুখে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা শুনছেন তারা।

[৫] বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাসিরনগর উপজেলার ধরমণ্ডল, চাপরতলা, ফান্দাউক ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন ও হতদরিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়ত পৌঁছে দেন সাংসদ সংগ্রাম।

[৬] এ ব্যাপারে সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছি। এই দুর্যোগে তাদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি সেই দায়িত্বটুকুই পালন করছি। আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে মরবে না। আমরা সবার বাড়ি-বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেবো। সবাই মিলে এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হবো। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়