শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, বললেন আবু আলম মোহাম্মদ শহিদ খান

মিনহাজুল আবেদীন: [২] বুধবার ডিবিসি টিভির ‘দেশের চলমান পরিস্থিতি’ টকশোতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব বলেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতি প্রতিহত করতে হবে। খাদ্য বিতরণের ক্ষেত্রে স্থানীয় সরকার, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদকে কাজে লাগাতে হবে। ২৪ ঘন্টা হেল্পলাইন খোলা রাখতে হবে। একজন লোক নিয়োগ করতে। যাতে সবাই ফোন করে খাদ্য এবং চিকিৎসা সেবার জন্য পরামর্শ নিতে পারে।

[৩] সাবেক এই সচিব বলেন, লকডাউনে থাকলে মানুষ মরবে না। খাবার নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। কারণ সরকার ৪ মাস মানুষকে খাদ্য দিতে পারবে।

[৪] তিনি বলেন, করোনাভাইরাস একটা বৈশ্বিক চ্যালেঞ্জ সারা পৃথিবী জুড়ে এই মাহামারির প্রভাব পড়ছে। তবে যারা লকডাউনের নিয়ম মানছে না তাদেরকে চরম মূল্য দিতে হচ্ছে সুতরাং সবাইকে আরও সচেতন হতে হবে।

[৫] তিনি আরও বলেন, করোনার বাইরে ডেঙ্গুও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা দ্রুত প্রতিরোধ করতে হবে। তবে মশা মারার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, এখন ঢাকা ফাঁকা সুতরাং এই মুহুর্তে মশার স্প্রে করতে হবে। কর্মীদেরকে বসিয়ে না রেখে কাজে লাগাতে হবে। তবে সব বিষয়গুলোর প্রতি সচেতন হতে হবে। সব কিছু সৎভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়