শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাধারণ জ্বরের সাথে করোনাভাইরাসের আক্রান্ত হবার পার্থক্য কোথায় ?

শিমুল মাহমুদ: [২] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, অনেক মৃদুভাবে কিংবা জ্বর না থেকেও করোনাভাইরাস হতে পারে। সর্দি- কাশি কম থাকলেও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে উপসর্গ গুলো দেখা যায় সেগুলো হলো, অনেক জ্বর হতে থাকে, জ্বরের ৪ থেকে ৫ দিন পরে শুকনো কাশি এবং তার পরবর্তিতে যদি তার শ্বাসকষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে এটা করোনা ভাইরাসের লক্ষণ।

[৩] তিনি বলেন, যদি এমন হয় খুব বেশি জ্বর নেই, হাঁচি হচ্ছে, নাক দিয়ে পানি ঝরছে তাহলে বুঝতে হবে এটা কোভিড-১৯ নয়। সাধারণ যে ফ্লু সেটা হবে। এসকল রোগীদের বলবো সাধারণ এ হাঁচি-কাশিতে দেওয়ার সময় আপনার রোমাল বা টিসু ব্যবহার করুন। বয়জৈষ্ঠ, ডায়বেটিস, কিডনি জটিলতায় যারা ভুগছে তাদের অনেক ক্ষতির কারণ হবে।

[৪] ডা.আহমেদুল কবির বলেন, যাদের হাপানি আছে তাদের শ্বাসকষ্ট নিয়মিত বিষয়। এর সঙ্গে অন্য উপসর্গ যদি না থাকে এবং যদি স্বাভাবিক শ্বাসকষ্টের তুলনায় বেশি হয়ে যায় তখন আপনার শঙ্কিত হবার কারণ হতে পারেন।

[৫] তিনি বলেন, করোনা রোগিকে মশা কামড়ালে ওই মশা অন্য মানুষকে কামড়ালে করোনার কোনো সম্ভাবনা নেই। করোনাভাইরাস ছড়াই মানুষ থেকে মানুষে। আমরা সামাজিক দূরুত্বের কথা বলছি ৩ ফিট এটা ৬ ফিট হলে ভালো হয়। যারা পুকুরে গোসল করেন সামাজিক দূরত্ব বজায় রেখে যেনো করে এতে কোন সমস্যা নেই।

[৬] মাস্ক ব্যবহার প্রসঙ্গে আহমেদুল কবির বলেন, মাস্ক ব্যবহার সবার দরকার নেই। যাদের হাঁচি-কাশি, ঠান্ডা, জ্বর আছে তারা কেবল মাস্ক ব্যবহার করবেন। যাতে আপনার থেকে আরেকজন সুস্থ্য মানুষের সংক্রমন না হয়।

[৭] তিনি বলেন, কিছুকিছু মাস্ক করোনো থেকে পটেকশন দেয় যেমন সার্জিক্যাল মাস্ক আর এন-৯৫ মাস্ক। যদিও সার্জিক্যাল মাস্ক সচরাচর পাওয়া সম্ভব নয়। এছাড়া মাস্ক ধুয়ে পরাটা উচিৎ নয়। এর থেকে অন্য সমস্যা সৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়