শিরোনাম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গল্প-কবিতার বই দিয়ে খেলার মাঠ থেকে কিশোরদের ঘরে পাঠালেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার

আফজাল হোসেন : [২] করোনাভাইরাসের সংক্রামণ রোধে সরকারের নির্দেশে সকল প্রকার বিদ্যালয় বন্ধ। বিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে ঘরে থেকে অনেকটা একঘেয়েমির জড়তা কাটাতে বাড়ির পাশেই ক্রিকেট খেলছিল জোবায়ের, রাতুল, প্রান্ত, শান্ত, শিহাবসহ প্রায় পনের-বিশজন কোমলমতি শিশু-কিশোর।

[৩] হঠাৎ করে ওই খেলার মাঠে নজর পড়লো গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আল মামুনের। সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তিনি গেলেন খেলার মাঠে। ক্রিকেট খেলায় মত্ত কোমলমতি শিশু-কিশোরদের ডেকে করোনা ভাইরাস সংক্রামনরোধে ঘরে থাকাসহ কয়েকটি সরকারি সিদ্ধান্তের কথা জানালেন। ঘরে ফেরা শিশুদের হাতে তুলে দিলেন দেশের খ্যাতনামা লেখকদের গল্প-কবিতার বই।

[৪] বুধবার দুপুরে গাজীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সলিংমোড় এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের এ কার্যক্রম পরিচালনা করা হয়।

[৫] সহকারী পুলিশ সুপার আল মামুন বলেন, আমি মনে করি বই পড়ে কোমলমতি শিক্ষার্থীদের অলস সময় ভালোভাবে কাটবে এবং মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারবে।

[৬] পুলিশের হাত থেকে গল্প-কবিতার বই পেয়ে দারুণ খুশি কিশোররা । জোবায়ের-প্রান্ত জানান, আগে পুলিশ দেখে ভয় পেতাম। কিন্তু পুলিশ যে এত ভাল হতে পারে তা আজকে দেখলাম। এখন বাসায় গিয়ে পুলিশের দেয়া বই পড়ে সময় কাটাবো। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়