শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘বাড়িতে থাকুন, আমরা র‌্যাব-৪ আছি আপনার নিরাপত্তায়’

সুজন কৈরী : [২] এমন স্লোগানে জনসাধারণকে আশ্বস্থ করার পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার রোধে র‌্যাব-৪ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন এলাকায় রোবাস্ট প্রেট্রলিং ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা চালাচ্ছে। রোগের ভয়াবহতা এবং লক্ষন উল্লেখ করে বিভিন্ন এলাকায় ব্যানার/ফেস্টুন টানিয়েছে ব্যাটালিয়নটি।

[৩] বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে করোনা রোগের বিস্তার রোধে লোকজনকে বাসায় নিরাপদে থাকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব বাজায় রেখে প্রয়োজনীয় কর্মকান্ড ও রাস্তায় চলাচল করতে বলছে র‌্যাব-৪।

[৪] ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, করোনাভাইরাস সংক্রমনে ভিতিকর ও মিথ্যা গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ঝুকিপূর্ন টোলারবাগ এলাকায় পুলিশকে সহযোগীতার পাশাপাশি সরকার ঘোষিত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে, সেজন্য রোবাস্ট পেট্রোলিং চলছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় হ্যান্ড ওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়েছে।

[৫] তিনি আরো বলেন, শুরু থেকেই দরিদ্র দিনমজুর, শ্রমজীবি, বেকার মানুষদের আর্তমানবতার স্বার্থে সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রতিদিন শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী ও অন্যান্য আনুসাঙ্গিক দ্রব্য বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক রূপনগর এলাকায় শতাধিক দরিদ্র দিনমজুর, শ্রমজীবি ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রিসহ অন্যান্য আনুসাঙ্গিক দ্রব্য বিতরন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়