শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকায় ব্যবসায়ী সিফাত ও মিরপুরে সেন্টু দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন

ইসমাঈল হুসাইন ইমু : [২] বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে পুরাণ ঢাকার রায় সাহেববাজার ও গেন্ডারিয়ার ঘুমটিঘর এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। দুই শতাধিক মানুষের মাঝে তিনি চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়েছে।

[৩] এ সময় ওইসব এলাকায় প্রোমায় হেলথ এ্যান্ড নিউট্রেশন লি. (পিএইচএন)-এর পক্ষ থেকে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়। সিফাত মাহমুদ জানান, যতদিন করোনার প্রাদুর্ভাব দুর না হবে ততদিন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

[৪] রাজধানীর মিরপুরের শাহ আলীতে ৩শ’ অসহায় ও দুস্থকে ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা দিয়েছেন ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সেন্টু। গত রোববার থেকে প্রতিদিন তিনি এ খাদ্যসামগ্রী দান করছেন। তিনি শাহ আলী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, দেড় কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, দেড় কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ৫০০ গ্রাম লবন।

[৫] তোফাজ্জল হোসেন সেন্টু বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধ একটা যুদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে একযোগে এই পরিস্থিতি মোকাবিলা করতে আহ্বান করেছেন। আমি ব্যবসা করি কিন্তু আমি ও আমার পরিবারের নেশা রাজনীতি। তাই প্রাধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অসহায় ও দুস্থদের মাঝে আমি ক্ষুদ্রভাবে এ প্রয়াস চালিয়ে যাচ্ছি।

[৬] তিনি আরো বলেন, আমার বড় ভাই শাজাহান তালুকদার মিয়া একইভাবে গত তিনদিন ধরে অসহায় ও দুস্থদের খাদ্যসামগ্রী সহায়তা করছেন। দেশের এ পরিস্থিতিতে বিত্তবানদের এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়