শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউয়ে ৭০ রোগীর মধ্য থেকে কোভিড-১৯ ল্যাবে ১৮ জনের স্যাম্পল সংগ্রহ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ পরীক্ষার ফল ৪ ঘণ্টায় দেয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমন উপস্বর্গ পরীক্ষার জন্য বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীদের নাকের ও গলা থেকে নির্যাস নেয়া হয়।

[৩] ফিভার ক্লিনিক থেকে ৭০ রোগীর মধ্য থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস টেস্টে-এর জন্য ৯ জনকে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ২ এপ্রিল পর্যন্ত ১৮ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে

[৪] করোনার প্রার্দুভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটিকালীন সময়েও রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল বহির্বিভাগের কার্যক্রম শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে।

[৫] অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানালেন, বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা উল্লেখিত সময়ে চিকিৎসাসেবা নিতে পারবেন।

[৬] এদিগে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সামাজিক দূরত্ব বাজায় রেখে সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ সরকার ঘোষিত ছুটিকালীন সময়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখাসহ আরো জোরদার করা নিয়ে বিস্তারিত করেন।

[৭] রোগীদের জন্য হেল্প লাইন চালু রয়েছে, মেডিসিন বিভাগ-০১৪০৬৪২৬৪৩৭, ০১৪০৬৪২৬৪৩৮, সার্জারিবিভাগ,০১৪০৬৪২৬৪৩৯,নাক-গলাবিভাগ,০১৪০৬৪২৬৪৪০, বক্ষব্যধি,০১৪০৬৪২৬৪৪১, অবস এন্ড গাইনী,০১৪০৬-৪২৬৪৪২.শিশু বিভাগ,০১৯৮৪৫১৯৫২৫,০১৯৫১৮২০৮৪৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়