শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিপন্ন বরিশালে তৃতীয় লিঙ্গ মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক

খোকন আহমেদ হীরা, বরিশাল প্রতিনিধি: [২] করোনা পরিস্থিতির কারণে রাস্তায় বের হতে পারছেন না বরিশালের তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়।

[৩] জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের ওই অর্ধশত হিজড়াকে ২০ দিনের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

[৪] নগরীর বান্দ রোডের অফিসার্স ক্লাব চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন। প্রতিজন হিজড়াকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১টি সাবান ও ২টি করে মাস্ক দেয়া হয়েছে।

[৫] জেলা প্রশাসনের দেয়া এসব খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি বরিশালের হিজড়া সস্প্রদায়। কবরি ও সোনালীসহ অন্যান্য হিজড়া সম্প্রদায়ের লোকজনে বলেন, করোনা পরিস্থিতির কারণে এতোদিন কেউ তাদের খোঁজ নেয়নি। সরকারের নির্দেশ মেনে তারা রাস্তায় বের হচ্ছেন না। ফলে তাদের ঘরে কোনো খাদ্যসামগ্রী ছিলোনা। এতে তারা চরম খাদ্য সংকটে পরেছিলেন। এ অবস্থায় জেলা প্রশাসনের খাদ্য সহায়তা পেয়ে কারা খুব খুশি হয়েছেন।

[৬] বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, হিজড়া সম্প্রদায় সাধারণত বিভিন্ন দোকানে বা বাসা বাড়িতে চেয়ে দিনাতিপাত করেন। এতে তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই সরকারের নির্দেশনা মেনে হিজড়ারা যাতে ঘরে থাকতে পারে সেজন্য তাদের ৫০ জনকে একসাথে ২০দিনের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আরও ২০জন হিজড়াকে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়