শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটের বৃষ্টি আইনের জনক টনি লুইস মারা গেছেন

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট ম্যাচে বৃষ্টির বাগড়া খুবই পরিচিতি দৃশ্য। আগে এ ধরনের ম্যাচ বাতিল করা হতো। কিন্তু এতে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে পয়েন্ট টেবিলে একটু ঝামেলা হতো। ফলে নতুন নিয়ম চালু করেছিলো আইসিসি। যেটার নাম বৃষ্টি আইন, বা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি। অনেকে ডিএল মেথডও বলে থাকেন। এই পদ্ধতির দুই জনক- ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইস। এই ক্রিকেটীয় আইনের অন্যতম প্রবক্তা টনি লুইস পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে।

[৩] ইংল্যান্ডের এই পরিসংখ্যানবিদ জন্ম নিয়েছিলেন বোল্টন, ল্যাঙ্কাশায়ারে। ১৯৪২ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই প্রবীণ ব্যক্তিত্ব গতকাল মৃত্যুবরণ করেছেন ৭৮ বছর বয়সে।তার সহকর্মী ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এখনো পরিসংখ্যানবিদ হিসেবে ল্যাঙ্কাশায়ারে কর্মরত আছেন।

[৪] ষাটের দশকে শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন লুইস। পেশাজীবনে গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব ইংল্যান্ডে শিক্ষকতা করানোর সময়ই লুইস ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বা বৃষ্টি আইনের উদ্ভব ঘটান।

[৫] ১৯৯৬-৯৭ মৌসুমে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনের প্রথম প্রয়োগ ঘটে। ২০০১ সালে আইসিসিও এই নিয়মকে স্বাগত জানায়। বর্তমানে একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ম্যাচের দ্বিতীয় ইনিংস বৃষ্টিবিঘ্নিত হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচের ফলাফল বা নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়