শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস কোয়ারেন্টাইন না মানলে গুলির নির্দেশ দিলেন দুতার্তে

রাশিদ রিয়াজ : [২] ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে তার দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ভেঙ্গে রাস্তায় নামলে পুলিশ ও সেনাকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে বলেছেন। যারা এধরনের নির্দেশ মানবে না তাদেরকে তিনি ‘সমস্যার কারণ’ হিসেবে চিহ্নিত করে বলেছেন, ‘আমি তাদেরকে কবরে পাঠাব’। ইয়ন

[৩] দুতার্তের ভাষায় যারা কোয়ারেন্টাইন বা লকডাউন ভঙ্গ করে বাইরে বের হচ্ছে তারা আসলে গোলযোগ সৃষ্টিকারি। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দুতার্তে বলেন কোনো ইতস্তত না করেই বলছি, যদি কেউ নিয়ম ভঙ্গ করে বাইরে বের হয় তাহলে জনগণকে বাঁচাতেই তাদের গুলি করুন। কারণ তারা করোনাভাইরাস ছড়িয়ে সবার জীবন বিপন্ন করছেন। ব্লুমবার্

[৪] দুতার্তের এ ভাষণের আগে দেশটির কুইজেন শহরে ২১ জন শ্রমিক লকডাউনে থাকায় কাজ করতে না পারায় তা তুলে নেয়ার জন্যে দাবি জানিয়ে বিক্ষোভ করে। তাদের গ্রেফতার করার পর সলিডারিটি অফ ফিলিপিনো ওয়ার্কার্স এ ঘটনার প্রতিবাদ জানায়।
[৫] দুতার্তে বলেন, সাহায্যর প্রয়োজন হলে তা আপনার বাড়ি পৌঁছে যাওয়া পর্যন্ত ধৈর্য ধরুন। কেউ ক্ষুধার্ত থাকবেন না। কিন্তু সরকারকে চ্যালেঞ্জ করবেন না। ভয় দেখাবেন না। তাহলে নিশ্চিত ক্ষতি হবে। আরটি

[৬] ফিলিপাইনের লুজন দ্বীপের ৫৭ মিলিয়ন বাসিন্দাকে কমিউনিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ শিল্প বন্ধ রয়েছে।

[৭] ফিলিপাইনে ২৩শ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৯৬ জন মারা গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ বলছে ফিলিপাইনে করোনা টেস্ট কম করা হচ্ছে। দুতার্তে সরকার বলছে আগামী দিনগুলোতে টেস্টের সংখ্যা আরো বাড়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়