শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্যবসায়ীরা ৫ হাজার কোটি টাকা দিয়ে শুধু বেতন ভাতা পরিশোধ করতে পারবে, এছাড়াও রয়েছে গাইডলাইন

মো. আখতারুজ্জামান : [২] তৈরি পোশাক খাতের জন্য সরকারের তহবিলের টাকা দিয়ে গার্মেন্টস মালিকারা শুধু শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে পারবে।

[৩] উৎপাদিত পণ্যের কমপক্ষে ৮০ শতাংশ রফতানি হয় এসব প্রতিষ্ঠানের মালিকরাই এ তহবিল থেকে এ ঋণের টাকা নিতে পারবেন। ১৮ কিস্তিতে তহবিলের অর্থ শোধ করতে হবে। ৬ মাস পরে থেকে এ কিস্তি শুরু হবে। পরিশোধের জন্য সময় পাবেন দুই বছর। এ জন্য শিল্প উদ্যোক্তাদের দুই শতাংশ সুদ পরিশোধ করতে হবে।

[৪] অর্থ মন্ত্রণালয়ের গাইডলাইনে বলা হয়েছে, সংকটকাল তথা এপ্রিল, মে ও জুন এ তিন মাসে শ্রমিকদের বেতন ভাতা এ তহবিল থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে হবে। যেসব প্রতিষ্ঠান রফতানির সঙ্গে যুক্ত নয়, তারা এ তহবিল থেকে ঋণ নেওয়ার জন্য যোগ্য হবে না।

[৫] তহবিলের এ টাকা চলতি অর্থবছরের বাজেট থেকে ব্যয় করা হবে। এ জন্য বাজেটে পৃথক বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ বিতরণ করা হবে সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা চূড়ান্ত করবে।

[৬] মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়