শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুস্থদের ঘরে ঘরে রাত-বিরাতে খাদ্যদ্রব্য নিজের হাতে পৌঁছে দিচ্ছেন মেয়র সেইন

এইচএম দিদার :[২] মনে হতে পারে এ বুঝি কোনো সিনেমার দৃশ্য। না তেমনটা নয়।দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও তার সহদর রেইন নিজেদের হাতে করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে রাত-বিরাতে ছুটছেন করোনার প্রভাবে কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাবার পৌঁছে দিতে।দাউদকান্দিতে তিনিই একমাত্র এ সময়ের জনপ্রতিনিধি যে নিজের হাতে করে অভুক্ত কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

[৩] তার প্রচেষ্টায় পৌরসভার ৯ টি ওয়ার্ডেই অসহায় মানুষের ঘরে ঘরে চাল,ডাল,তেল,আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে অসহায় মানুষের মুখের কালোমেঘ দূর করে হাসির ঝলমলে আলো ফুটিয়েছেন। তার এমন অনন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ।

[৪] মেয়র সেইন বলেন," আমি আমার সর্বচ্চো শ্রম দিয়ে পৌরবাসিকে সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ইনশাল্লাহ। যতোদিন করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন থাকবে আমি আমার সাধ্যমত চেষ্টা করবো সে সব অসহায় মানুষকে সাহায্য করতে,তবে এ জাতীয় সংকট মোবাবেলায় সকল বৃত্তবানরাও এগিয়ে আসলে আমরা দ্রুততম সময়ে করোনার বিস্তার রোধে সফল আলোর মুখ দেখবো।"

[৫] পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন বলেন," বৃহত্তর দাউদকান্দিবাসির দুঃসময়ে সবসময় মরহুম সামাদ পরিবার পাশে দাঁড়িয়েছে।তাদের পরিবারই একমাত্র এ উপজেলায়"দানবীর" খেতাব লাভ করেছে,যা এখনো মানুষের মুখে মুখে শোনা যায়।
তিনি (মেয়র) তারঁ পরিবার অসহায় মানুষের মাঝে বিলীন হতে,তাদের দুঃখগুলোকে ভাগ করে নিতে,বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য "দায়িত্ববান মানবিক " মানুষ হিসেবে সেই জনকল্যাণকর কাজ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখছেন। "

  • সর্বশেষ
  • জনপ্রিয়