শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদপত্রকে নিজেদের কথায় এবং কাজে নীতিনিষ্ঠ হতে হবে

পুলক ঘটক : ‘সংবাদপত্রের (কাগজের) মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না’Ñ একথা কোন বিজ্ঞানী বা অধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠান বলেছে? যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা কোনো অণুজীব গবেষণা প্রতিষ্ঠান এই কথা বলে থাকে তাহলে রেফারেন্স দিন। কোনো সংবাদপত্রের অধিকার নেই, নিজের ব্যবসার স্বার্থে নিজ দায়িত্বে এ রকম ঘোষণা প্রচার করার। আপনারা যদি মুদ্রিত সংস্করণ অব্যাহত রাখতে চান এবং সরকার যদি তা অব্যাহত রাখতে দেয় তাহলে আপনারা তা করতে পারেন। সেক্ষেত্রে সংবাদপত্রের প্রথম পাতায় ঘোষণা দেওয়া উচিতÑ ‘পত্রিকার পাতার মাধ্যমে করোনা সংক্রমণের সামান্য হলেও ঝুঁকি আছে’। পাঠকরা সেটা নেবে কিনা সেটা তাদের ব্যাপার। যদি কেউ ঝুঁকি নিয়ে তা পড়তে চায় তাহলে সেটা তারা নিজ দায়িত্বে করবে। মানুষ যেমন স্বাস্থ্য ঝুঁকি জেনেও সিগারেট খায় সেরকম। এখানে হচ্ছে উল্টোটা।
কিছু পত্রিকা প্রথম পাতায় জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছে ‘সংবাদপত্রের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না’। এই ঘোষণা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সংবাদপত্রের মাধ্যমে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি না থাকলেও একেবারে ‘ঝুঁকিমুক্ত’ বলার সুযোগ নেই। টাকা ক্রমাগত হাতবদল হওয়ায় টাকার ক্ষেত্রে ঝুঁকি বেশি। টাকার মাধ্যমে করোনা ছড়ানো বন্ধের জন্য চীন সরকার উহানে বাজার থেকে সব টাকা প্রত্যাহার করে তা পুড়িয়ে ফেলেছিলো। আমাদের মিডিয়া সে সংবাদ প্রচার করেছে। সংবাদপত্রকে নিজেদের কথায় এবং কাজে নীতিনিষ্ঠ হতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়