শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সঙ্কটমূহুর্তে নামমাত্র সতর্কতায় চলছে ব্যাংক বুথগুলোর কার্যক্রম, শঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা কর্মীরা

শরীফ শাওন : [২] রাজধানীর বিভিন্ন ব্যাংক বুথগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের যথাযথ ব্যবহার হচ্ছে না। মিরপুর এলাকায় ডাচ্ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও ব্রাক ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের বুথগুলোতে ঘুরে এমন চিত্র দেখা যায়। দু একটি ব্যাংকের নিরাপত্তা কর্মীরা প্রবেশপথে সেবাগ্রহিতাদের হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন। বাকিগুলোতে দেখা যায়, কেউ স্যাবলন ও পানির মিশ্রণ ব্যবহার করছেন, কেউবা ভিতরে সযতেœ রেখে দিয়েছেন।

[৩] নিরাপত্তাকর্মীরা বলছেন, আমরা প্রতি দশমিনিট পরপর কম্পিউটার স্ক্রিন ও কি বোর্ড হ্যান্ড স্যানিটাইজার দিয়েই পরিস্কার করছি। তবে প্রায় ১ ঘন্টা অবস্থান করে তাদের সেই কার্যক্রম দেখা যায়নি।

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ জানিয়েছে, নিজ দ্বায়িত্বে হ্যান্ড স্যানিটাইজার কিনে বিল প্রদান করতে। তবে টাকা পাওয়া নিয়ে সংশয় থাকায় সেভলন ব্যবহার করা হচ্ছে।

[৫] ডাচ্ বাংলা ব্যাংকের জেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সগির আহমেদ জানান, দেশব্যাপী বুথগুলোতে প্রধান কার্যালয় থেকে নিরাপত্তা সরাঞ্জাম পাঠানোর জটিলতা এড়াতে তাদের এ সিদ্ধান্ত দেয়া হয়। তবে বিল করার ক্ষেত্রে কোন ধরনের জটিলতা নেই বলে আশ্বস্ত করেন তিনি। তিনি আরও বলেন, কার্যক্রম পরিচালনায় বুথ ও অনলাইন এবং মোবাইল ব্যাংকিং চালু আছে। তবে একটি শ্রেণির লোকজন বুথ ছাড়া অন্যান্য সেবায় অভ্যস্ত নন। তাদের জন্যই বুথ খোলা রাখতে হচ্ছে। করোনা সচেতনতামূলক ব্যবস্থা নিশ্চিত করেই কার্যক্রম চলছে।

[৬] বুথে আসা পারভিন আক্তার জানান, প্রবেশ দরজা খুলতেও নিরাপত্তা কর্মীরা সাহায্য করছেন। তবে সার্বিক সচেতনতা নিশ্চিত করতে পারলে খুব দ্রæতই এই সঙ্কট থেকে আমরা বেরিয়ে আসতে পারব বলে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়