শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে প্রতিবন্ধী ভাতার তালিকায় নয়জন প্রবাসীর নাম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : [২] লন্ডন থেকে এলাকায় হত দরিদ্রদের আর্থিক সহায়তা করার মানসে সিরাজগঞ্জের তাড়াশের বারুহাঁস ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েব সাইটে দরিদ্রদের নামের তালিকা খুঁজতে যান সোহেল সরকার নামে এক প্রবাসী।
সোহেল সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের কাজিপুর গ্রামের সাহাদত সরকারের ছেলে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।

[৩] সেখানে তিনি ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইটে দেখতে পান, প্রতিবন্ধী ভাতার তালিকায় এক থেকে নয় জনের মধ্যে যাদের নাম রয়েছে তারা সবাই তার নানার বাড়ির আত্মীয় । যারা একই উপজেলার পার্শ্ববর্তী সগুনা ইউনিয়নের বাসিন্দা এবং তারা দীর্ঘদিন যাবৎ ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কাজ করার পাশাপাশি বসবাস করছেন।
প্রবাসী সোহেল সরকার ওই তালিকাটি দেখে নিজেকে ধরে রাখতে না পেরে বিষয়টি তাড়াশের পরিচিত সাংবাদিকদের মোবাইল ফোনে জানান।

[৪] এরপর স্থানীয় সাংবাদিকরা ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে ঢুকে দেখতে পান, বারুহাঁস ইউনিয়নের প্রতিবন্ধী ভাতার তালিকায় প্রথমেই যার নাম রয়েছে তিনি আলহাজ্ব জহিরুল ইসলাম জুয়েল বর্তমানে ইতালিতে বসবাস করছেন। ২নং জাহাঙ্গীর আলম রুবেল তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করেন। ৩নং জাকারিয়া ইসলাম ও ৪নং জয়নাল আবেদীন রোজ তারা দুই জনেই বর্তমানে লন্ডনে বসবাস করছেন। এছাড়া ৫নং জহুরা খাতুন (তার নানী) তিনিও লন্ডনে বসবাস করেন।

[৫] ৬নং কামরুজ্জামান ইতালিতে বসবাস করেন এবং ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের তালিকায় নাম থাকা ৭নং বিউটি খাতুন, সাথী খাতুন , বিদুৎ হোসেন ৩ জনই লন্ডন প্রবাসী। তারা সেখানে চাকুরী করার পাশাপাশি বসবাস করেন ।
এ প্রসঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, প্রতিবন্ধী ভাতার তালিকা অনেক আগে থেকেই করা। সে ভাবেই রয়ে গেছে। তবে অন্য ইউনিয়নের লোকজনের নাম থাকার কথা না।

[৬] তবে এ কথা বলার আধা ঘন্টা পরেই ওই ওয়েব সাইটে ঢুকে দেখা যায় ইউনিয়ন পরিষদের অন্যান ভাতার সুবিধাভোগীদের নামের তালিকা সেখানে বিদ্যমান থাকলেও অভিযোগ ওঠা ওই প্রবাসীদের নামের প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের তালিকা ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।

[৭] এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্তকর্তা মো. আলাউদ্দিন বলেন, তিনি সদ্য এ উপজেলায় যোগদান করেছেন। বিষয়টি দেখে পরে জানাবেন।

[৮] এ প্রসঙ্গে তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান স্থানীয় সংবাদকর্মীদের জানান, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়