শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকের আইসোলেশনে ২ জনের মৃত্যু, ছিল জ্বর-সর্দি

মাসুদ আলম: [২] ঢাকা মেডিকেলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা দু’জন মারা গেছেন। এদের মধ্যে একজনের বয়স (৬৫) অপরজনের বয়স (৩২)। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, তারা জ্বর, সর্দি কাশি নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তারা মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

[৩] ঢামেক হাসপাতালের বিশ্বস্ত একটি সূত্র জানায়, মঙ্গলবার তারা হাসপাতালে ভর্তি হয়। তাদেরকে নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গতরাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। বুধবার ভোর ৫টার দিকে আরেকজনের মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যাবে। আর রিপোর্টে নেগেটিভ আসলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পজিটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দাফন করা হবে। সূত্র জাগো নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়