শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহীতে করোনায় গঠিত মেডিকেল টিমের নারী চিকিৎসককে ফোন করে উত্ত্যক্ত

মুসবা তিন্নি : [২] সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে সোমবার উন্মুক্ত করা হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৫ বিশেষজ্ঞ চিকিৎসকের মোবাইল নম্বর। এরপর থেকেই চিকিৎসা পরামর্শ নিতে ফোন করছেন অনেকেই। কিন্তু ফোনগুলো অন্য রোগ সংক্রান্ত হলেও করোনা বিষয়ে ফোন করেননি কেউই। আবার কিছু ফোন কলে নারী চিকিৎসককে অশালিন কথা বলে উত্ত্যক্তের অভিযোগও পাওয়া গেছে।

[৩]তবে অন্য রোগে স্বাস্থ্যসেবা নিতে ফোন করা ব্যক্তিদের নিরাশ করছেন না চিকিৎসকরা বরং তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ফোনেই।

[৪] রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত দুই শতাধিক ব্যক্তি ফোন করে রামেকের করোনা ভাইরাস নির্ণয় ও চিকিৎসা প্রদানের জন্য গঠিত চিকিৎসক কমিটির কাছে। যার অধিকাংশই করোনা সংশ্লিষ্ট নয়।

[৫] কমিটির আহ্বায়ক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার নম্বরে ফোন করেছেন ১১০ জন। যাদের একজনও করোনা নয় বরং অ্যাজমা, সাধারণ সর্দি, জ্বর, বুকে ব্যথাসহ অন্যান্য সমস্যা নিয়ে কল করেছেন। অনেকে আবার খোশগল্প করার জন্যও ফোন দিচ্ছেন বলে জানান তিনি।

[৬] ফোনকল বিষয়ে আরেক চিকিৎসক ডা. হারুন অর রশীদ বলেন, যাদের সঙ্গে কথা বলেছি, তাদের কেউই করোনা সন্দেহে ফোন করেননি। বরং কিছু মানুষ করোনার আতঙ্কে ফোন করছে আর বেশিরভাগই করছেন কৌতুহলে। এছাড়াও অনেকেই করোনা বিষয়ে প্রাথমিক তথ্য জানার জন্য ফোন করেছেন। ডাক্তাররা আন্তরিকভাবেই তাদের সঙ্গে ফোনে কথা বলছেন বলেও জানান তিনি।

[৭]এদিকে করোনা ভাইরাস বিষয়ে পরামর্শ দিতে নিজের ফোন নম্বর উন্মুক্ত করে বিপাকেই পড়েছেন নারী চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. নাজনীন পারভিন। তার অভিজ্ঞতায় বলেন, ২০টি ফোনকল রিসিভ করে মাত্র ৫ জনকে পেয়েছেন যারা কোনো অসুখ নিয়ে কথা বলেছেন। বাকিরা উত্ত্যক্ত করার অভিপ্রায়ে আজেবাজে কথা বলেছেন। বিষয়টি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অধ্যক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
ডা. নাজনীন পারভীন বলেন, তারপরও আমি আমার দায়িত্ব পালনের লক্ষ্যে এক মুহূর্তের জন্যও ফোন বন্ধ করিনি।

[৮] অন্যদিকে মঙ্গলবারের জন্য প্রদত্ত ২টি হটলাইন নম্বরের একটিতে ৮-১০টি ফোনকল এসেছে। আরেকটিতে রাত ৮টা পর্যন্ত কোনকল আসেনি বলে জানা গেছে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে মোট ফোনকল সংখ্যার হিসাব রাখা হচ্ছেনা বলে জানান চিকিৎসা কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়