শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের তুলনায় দেশে করোনা এখনও নিয়ন্ত্রণে, বললেন বাহাউদ্দিন নাছিম

সমীরণ রায়: [৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, মহামারী করোনার প্রভাবে পৃথিবী এক সংকটময় সময় অতিক্রম করছে। ইতোমধ্যে বিশ্বে আট লাখ লোক এ রোগে আক্রান্ত হয়েছেন ও ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশেও ৫৪ জন আক্রান্ত হয়েছেন ও ৬ জন মারা গেছেন। তাই এই পরিস্থিতি সাহসিকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে।

[৪] তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছেন। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছেন। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। গরিব ও দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। তিনি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

[৫] তিনি আরো বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রয়েছে। দলের নেতাকর্মীরা হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে করোনা প্রতিরোধ ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তাই বিত্তবানরাও যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান।

[৬] বহাউদ্দিন নাছিম বলেন, কেউ কোনো প্রকার গুজবে কান ও পশ্রয় দেবেন না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ কাজ করছে। আপনারা সহায়তা করুন। পাশাপশি করোনা উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে সরকারের দেয়া হটলাইনে যোগাযোগ করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন ও ধৈর্যের সঙ্গে ঘরে অবস্থান করুন।

[৭] বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়