শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সন্দেহে এক সরকারি কর্মকর্তাকে পাঠানো হলো ঢাকার আইইসিসিআরএ

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এক সরকারি কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুর দেড়টায় সরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উদ্দেশ্যে পাঠানো হয়।

[৩] এর আগে তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ থাকার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে গিয়ে সরকারি ওই কর্মকর্তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তার সঙ্গে তার বাবাকেও কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।

[৪] ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কিট এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। সেজন্য ওই ব্যক্তিকে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। সেখানেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

[৫] বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরউদ্দিন সারোয়ার জানান, ওই কর্মকর্তা তার কর্মরত এলাকায় ইতালি ফেরতদের সংস্পর্শে এসেছিলেন। তখন তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। কিন্তু তিনি কোয়ারেন্টিন না মেনে নিজ বাড়িতে চলে আসেন। সেজন্য সবাইকে সচেতন করতে তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়