শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের অনুরোধে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সব ক্ষেত্রেই। উচ্চবিত্তরা এখন পর্যন্ত নির্বিঘ্নে থাকলেও মধ্যবিত্ত শ্রেণি পড়েছেন দুশ্চিন্তায়। শহরাঞ্চলে মধ্যবিত্তদের বেশিরভাগই বাসা বা বাড়ি ভাড়া করে থাকেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে বাড়িভাড়া দেওয়া কঠিন হয়ে উঠেছে অনেকের জন্যই। এমন পরিস্থিতিতে মহৎ দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

[৩] বাবার কাছে জন্মদিনের উপহার হিসেবে সব ভাড়াটিয়ার এক মাসের বাড়িভাড়া মওকুফের অনুরোধ করেছেন চিনি, বাবাও সেই অনুরোধ রেখেছেন। তাসকিনদের বাড়িতে ভাড়া থাকা কাউকেই এক মাসের ভাড়া পরিশোধ করতে হবে না।

[৪] এ বিষয়ে তাসকিন বলেন, আমি অনেক চিন্তা করেছি, সাধারণ মধ্যবিত্ত পরিবার করোনায় ভীষণ কষ্টে দিনযাপন করছে। তবে কখনো কারো কাছে কিছু চাইতে পারে না তারা। আমার বাবার যে সম্পত্তি আছে সেখান থেকে মাসে এক লাখেরও বেশি ভাড়া আসে। আমি বাবাকে অনুরোধ করি যে এবার আমার জন্মদিনের উপহার হিসেবে সেই ভাড়া যেন তিনি মাফ করে দেন।

[৫] এতে সাময়িক আর্থিক ক্ষতি হলেও সেই ক্ষতি পরবর্তীতে পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদ তাসকিনের। তবুও মানুষের সহায়তায় এগিয়ে আসার দারুণ মানসিকতা তার। তাসকিন আরও বলেন, ‘আমি আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি। তবে পরে মনে হলো এটি দেখে যদি অন্যরাও এগিয়ে আসে, তাহলে অনেক পরিবারের উপকার হবে যারা সাহায্যের কথা লজ্জায় মুখ ফুটে বলতে পারে না। দেশের প্রতিটি মানুষের এখন মানবিক হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়