শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জ থানায় মার্চ মাসে প্রেপ্তার ১৩১

সাইফুল আরিফ, মোহনগঞ্জ প্রতিনিধি : [২] নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ পুরো মার্চ মাস জুড়ে অভিযান চালিয়ে ১৩১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।

[৩] এদের মধ্যে সাজাপ্রাপ্ত ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৬৫ জন, নিয়মিত মামলায় ৪৪ জন, মাদকসহ ১৪ জন, গরুচোর ২জন ও একজন মোটরসাইকেল চোর রয়েছে।

[৪] এ সময় তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা, ১৩০০ গ্রাম গাঁজা, এটি গরু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

[৫] মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৬] তিনি জানান, মার্চের দুই তারিখ দায়িত্ব বুঝে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং রোধে উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি জনসচেতনতামূলক সভা করা হয়।

[৭] বিশেষ করে তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করে তাদের আত্মবিশ^াসী করে তোলার ব্যাপারে মনোযোগ দেয়া হয়েছে। যেন তারা মাদক ছেড়ে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে। সেইসাথে বর্তমানে করোনা সমস্যা নিয়ে সচেতনতামূল বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

[৮] এ পর্যন্ত ২৪৫০ জন নাগরিকের জীবন বৃত্তান্ত সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম( সিআইএমএস) সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করা হয়েছে। পর্যায়ক্রমে সবার তথ্য এট্রি করা হবে। এতে করে অপরাধ আরো কমানো যাবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়